Sayantika Banerjee: শপথ অসাংবিধানিক! সায়ন্তিকা-রায়াতকে চিঠি রাজ্যপালের – sayantika banerjee and rayat hossain sarkar receives letter from governor cv ananda bose on oath controversy watch video


শপথ বিতর্কে নয়া মোড়। তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন সরকারের শপথ অসাংবিধানিক বলে মনে করছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই মর্মে দুই বিধায়ককে সতর্ক করে রাজভবন থেকে পাঠানো হয়েছে চিঠি। একইসঙ্গে চিঠিতে বলা হয়েছে বিধানসভার ভোটাভুটিতে যদি তাঁরা অংশগ্রহণ করেন তাহলে তাঁদের জরিমানার মুখে পড়তে হবে। উল্লেখ্য, নবনির্বাচিত চার বিধায়কের শপথের দিন জানতে চেয়ে বিধানসভার তরফে রাজভবনে পাঠানো হয়েছিল চিঠি। সেই চিঠির জবাবের বদলে রাজভবনের তরফে বিধানসভার কাছে জানতে চাওয়া হয় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রায়াত হোসেন সরকারকে শপথ বাক্য পাঠ কি ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের বদলে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় করিয়েছেন? তারপরই এদিন বিধায়কদেরও চিঠি পাঠালেন রাজ্যপাল। সব মিলিয়ে আরও তুঙ্গে রাজ্য রাজ্যপাল সংঘাত। আসুন দেখে নিন এই ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *