Madhuparna Thakur : ‘মা ছাড়া আমি কিছুই না’ মন্তব্য মধুপর্ণার – madhuparna thakur bagdah tmc mla shared her first day experience at west bengal assembly watch the video


২২ জুলাই, সোমবার বিধানসভায় ছিল অধিবেশন। সেখানেই এসেছিলেন সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীরা। বাগদা থেকে জয়ী তৃণমূলের মধুপর্ণা ঠাকুর এসেছিলেন। প্রথম বিধানসভায় এসে কী জানালেন কনিষ্ঠা তৃণমূল বিধায়ক মধুপর্ণা ঠাকুর। রবিবার ২১ জুলাইয়ের মঞ্চে বক্তব্যও রাখেন মধুপর্ণা ঠাকুর। প্রথমবার ২১-এর মঞ্চে ছিলেন মধুপর্ণা। ২১-এর মঞ্চে বক্তব্য রাখার অভিজ্ঞতাও জানালেন কনিষ্ঠ তৃণমূল বিধায়ক। মায়ের সঙ্গে বিধানসভায় মধুপর্ণা। এই নিয়ে তিনি বলেন, মায়ের জন্যই এত দূর আসা। আসুন দেখে নিন এই ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *