কেন শ্রীকৃষ্ণের রাসে পুরুষপ্রবেশ নিষেধ? জেনে নিন পুরুষ ঢুকলে কী ঘটে রাসক্ষেত্রে…।male entrance prohibited in Raasleela of sri krishna Lord shiva was eager to know why


বিশ্বজিৎ মিত্র: বৃন্দাবনে শ্রীকৃষ্ণ যখন গোপিনীদের সঙ্গে রাসলীলায় মত্ত ছিলেন, সেখানে কোনও পুরুষদের প্রবেশাধিকার ছিল না। বৃন্দাবনের গোপিনীরা সেই রাসলীলায় অংশ নিতেন।

আরও পড়ুন: Malbazar: প্রতি রাসপূর্ণিমার রাতেই এখানে মহাসমারোহে হয় ভান্ডানি মায়ের পুজো…

একবার মহাদেবের কৌতূহল হয়েছিল, কী ঘটে রাসে তা জানতে হবে! কোন আশ্চর্য আকর্ষণের টানে, শ্রীকৃষ্ণের কোন মহিমার টানে এখানে চলে যাচ্ছেন সকলে? কি এমন আছে রাসে? মহাদেব তখন ছলনা করে সেই রাস-অঙ্গনে প্রবেশ করলেন। এদিকে তখন শ্রীকৃষ্ণ ধরে ফেলেছিলেন এই রাসে অন্য কেউ প্রবেশ করেছেন। তখনই রাস অঙ্গন ছেড়ে পালিয়ে যান তিনি এবং রাস ভেঙে যায়।

এদিকে অন্য ঘটনা। কোথায় গেলেন স্বামী? মহাদেবকে খুঁজতে-খুঁজতে মহাদেবের স্ত্রী যোগমায়াও চলে আসেন রাসক্ষেত্রের কাছাকাছি। তিনি এসে শিবকে সেখানে আবিষ্কার করেন। এবং তৎক্ষণাৎ তাঁকে ভর্ৎসনা করে রাসক্ষেত্র থেকে তাড়িয়ে দেন। শুধু তাই নয়, তিনি বলে যান, এই রাস আমি কলিতে দর্শন করাব।

পরবর্তীকালে চৈতন্যদেবের হাত ধরে রাসের সূচনা হয়েছিল। প্রথমে নবদ্বীপে, তারপরে শান্তিপুরে এই রাসের সূচনা হয়। ক্রমে রাস উৎসবের মহিমায় মাতোয়ারা হয় নদীয়ার শান্তিপুর। ছোট-বড় মিলিয়ে প্রায় একশোর কাছাকাছি রাস হয়ে থাকে।

আরও পড়ুন: Uttar Pradesh: অগ্নিকাণ্ডে ১০ শিশুর মৃত্যু! কী ভাবে আগুন হাসপাতালে? কার গাফিলতিতে? এখনও মৃত্যুর সঙ্গে লড়ছে…

এখানকার রাস দুর্গাপুজোর আড়ম্বরকেও হার মানায়। এখানকার উল্লেখযোগ্য রাসগুলির মধ্যে পড়ে গোস্বামী বাড়ির রাস। আজ থেকে শুরু শান্তিপুরের রাস উৎসব। রাসকে ঘিরে উন্মাদনা সেখানে তুঙ্গে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *