Sayantani Mullick on Street Dog feeding: ‘১৫-২০ জন ঘিরে ধরে এলোপাথাড়ি মারতে থাকে’, পথকুকুরদের খাওয়ানোয় চরম হেনস্থার শিকার সায়ন্তনী-ইন্দ্রনীল…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পথ কুকুরদের (Street Dogs) খাবার দিতে গিয়ে মাঝরাতে চরম হেনস্তার শিকার হতে হলো টেলি পর্দার জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তনী মল্লিক (Sayantani Mullick) এবং তাঁর স্বামী ইন্দ্রনীল মল্লিককে (Indranil Mullick)। জানা যাচ্ছে, এই তারকা দম্পতিকে রাজডাঙ্গার (Rajdanga) রাস্তায় অপরিচিত কিছু ব্যক্তির ক্ষোভের মুখে পড়তে হয় এবং পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছোয় যে স্থানীয়রা একসময় ইন্দ্রনীলের ওপর চড়াও হন।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন- Bengal Weather Update: সাইক্লোন ‘দেতোয়া’র প্রভাবে বাংলার আবহাওয়ায় পরিবর্তন! পারদ চড়লেও শীতের আমেজ বহাল, বাড়বে কুয়াশার দাপট…

অভিনেত্রী সায়ন্তনীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে জানা যায়, গতকাল রাতে বন্ধুদের সঙ্গে একটি রেস্টুরেন্টে ডিনার সেরে ফিরছিলেন তাঁরা। রেস্তোরাঁ থেকে বেরোনোর পরই তাঁরা পথ কুকুরদের খাবার দিতে শুরু করেন, যা তাঁরা প্রায়শই করে থাকেন। সেই মুহূর্তের একটি ভিডিও অভিনেত্রী তাঁর স্টোরিতে পোস্টও করেন। এর ঠিক পরেই শুরু হয় আসল বিপত্তি।

আরও পড়ুন- Tnusree Wedding: বিয়ে করলেন তনুশ্রী, লাস ভেগাসে জমকালো আয়োজন! পাত্র কে?

গোটা ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই কমেন্ট বক্সে সায়ন্তনী ও ইন্দ্রনীলের পাশে দাঁড়িয়েছেন নেটিজেনরা। অনেকেই এই ঘটনায় কসবা থানায় অবিলম্বে অভিযোগ দায়ের করার অনুরোধ জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন জানিয়েছেন অভিনেতা অভিনেত্রী। সায়ন্তনী বলেন, ‘মাননীয়া আপনি সুবিচার করুন’। 

এই ঘটনাটি আরও একবার সমাজে পথ কুকুরদের প্রতি মানুষের অসচেতনতা এবং সংবেদনশীলতার অভাবকে স্পষ্ট করে তুলল। নিরীহ প্রাণীদের প্রতি এমন অত্যাচার এবং খাবার দেওয়া নিয়ে বিবাদ সৃষ্টি—এমন পরিস্থিতি এর আগেও একাধিক জায়গায় দেখা গেছে। ফলে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও সমাজের একাংশের এই ধরনের আচরণ একটি প্রশ্নচিহ্ন তুলে দিল।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *