Mamata Banerjee: মাটিতে লুটোপুটি খাচ্ছে মমতা-অভিষেকের পোস্টার! তুমুল উত্তেজনা জগৎবল্লভপুরে – poster banner of mamata banerjee and abhishek banerjee torn in howrah jagatballavpur


West Bengal News: আগামী বছরের শুরুতেই পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election 2023)। তাঁর আগেই শাসক তৃণমূলের (Trinamool Congress) পোস্টার-ফেস্টুন ছেঁড়াকে কেন্দ্র করে উত্তপ্ত হাওড়া। জগৎবল্লভপুরের মাজু যাদববাটি এলাকায় এই ঘটনাটি ঘটেছে। পোস্টার ছেঁড়ার পাশাপাশি তৃণমূলের পতাকাও খুলে ফেলা হয়েছে বলে অভিযোগ স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের। স্থানীয় তৃণমূল কর্মীদের অভিযোগ, কিছুদিন আগে জগৎবল্লভপুরের ওই এলাকায় একটি জল প্রকল্পের উদ্বোধন হয়েছিল। প্রকল্পস্থলের আশেপাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), স্থানীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) ও বিধায়ক সীতানাথ ঘোষের ছবিসহ তৃণমূলের বেশ কিছু পোস্টার-ব্যানার ছিল। বুধবার সকালে স্থানীয় তৃণমূল কর্মীরা দেখেন সেই ফ্লেক্স-পোস্টারগুলি রাতের অন্ধকারে কেউ বা কারা ছিঁড়ে ফেলেছে। দলীয় নেতাদের ছবি ছেঁড়া অবস্থায় রাস্তা পড়ে থাকতে দেখে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা।

Mamata Banerjee: ‘ভোটার তালিকায় নাম তুলুন…ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে’, নাগরিকত্ব ইস্যুতে ফের সরব মমতা
পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগে এই ধরনের ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মী সমর্থকরা। খবর পেয়েই ঘটনাস্থলে আসে জগৎবল্লভপুর থানার পুলিশ। এই ঘটনায় BJP-র দিকে আঙুল তুলেছে শাসক দল। স্লোগান তুলে প্রধান বিরোধী দলকে নিশানা করেন জোড়াফুল সমর্থকরা। তৃণমূলের অভিযোগ, রাজনৈতিকভাবে লড়াইতে পেরে না উঠে রাতের অন্ধকারে BJP এই কাজ করেছে। এমনকী এই বিষয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপও দাবি করেছে তৃণমূল। অন্যদিকে তৃণমূলের আনা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে BJP। তাদের দাবি, নির্বাচন যত এগিয়ে আসছে, শাসকদলের গোষ্ঠী কোন্দল বাড়ছে, সেই কারণে পোস্টার-ব্যানার ছেঁড়া হয়েছে।

Suvendu Adhikari : ‘অভিযোগ জানাতে আসিনি…’, রাজ্যপালের সঙ্গে একান্তে শুভেন্দু
স্থানীয় তৃণমূল কর্মী আলাউদ্দিন মল্লিক এ প্রসঙ্গে বলেন, “শহিদ বেদীতে থাকা দলীয় পতাকা ছিঁড়ে ফেলা হয়েছে। মুখ্যমন্ত্রী, সাংসদ, বিধায়ক ও নবনির্বাচিত সভাপতির ছবি দেওয়া পোস্টার ছিল। সেই গুলিও ছিঁড়ে তছনছ করে দেওয়া হয়েছে। আমরা প্রশাসনকে গোটা ঘটনার কথা জানিয়েছি। আশা করি পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ করবে।” জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সদস্য কুন্তক গুছাইত বলেন, “এই অঞ্চলে তৃণমূল খুব শক্তিশালী জায়গায় রয়েছে। তাই সহ্য করতে না পেরে এই কাজ করা হয়েছে। আমরা ধিক্কার জানাই।”

Mamata Banerjee : মমতার প্রস্তাবে কলকাতার ঘাটে গঙ্গারতির প্রস্তুতি
বিজেপি নেতা অশোক সিংহ বলেন, “আমি এই কথা সাংবাদিকদের থেকে শুনলাম। আমি কোনও রাজনৈতিক দলের পোস্টার বা ব্যানার ছেঁড়ার পক্ষে নয়। রাতের অন্ধকারে BJP না তৃণমূল করে। এখানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। আগামী পঞ্চায়েত নির্বাচনে কে কোথায় দাঁড়াবে, সেই নিয়ে এখনও থেকে লড়াই শুরু হয়ে গিয়েছে। BJP এই ধরনের কোনও কাজের সঙ্গে যুক্ত আছে বলে আমি মনে করি না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *