East West Metro : শিয়ালদা থেকে সল্টলেক যাত্রা আরও সহজ, ইস্ট-ওয়েস্ট রুটে বাড়ছে মেট্রো – east west metro route services to increase from 1 december know the timings of first and last metro


বাড়ছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর (East West Metro) সংখ্যা। এবার থেকে শিয়ালদা থেকে সল্টলেক (Sealdah To Salt Lake Metro) পর্যন্ত আরও বাড়নো হচ্ছে মেট্রো। ডিসেম্বর মাস থেকে এই বাড়তি সুবিধা পাবেন ইস্ট-ওয়েস্টের যাত্রীরা। শীতের মরশুমে ছুটির সকাল এবং বিশেষত উইকএন্ড ভ্রমণের জন্য যাত্রীচাপের কথা মাথায় রেখেই পরিষেবা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানাচ্ছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। যদিও এই ইস্ট-ওয়েস্টের গ্রিন লাইনে (Kolkata Metro Green Line) প্রথম এবং শেষ মেট্রোর সময়ের মধ্যেও কোনও পরিবর্তন করা হয়নি।

Garia Ruby Metro : বেহালার পর আরও এক নয়া রুট, কবে থেকে চালু গড়িয়া-রুবি মেট্রো?
ইস্ট-ওয়েস্ট মেট্রোর সংখ্যা বৃদ্ধি

উল্লেখ্য, এবার থেকে ইস্ট-ওয়েস্ট মেট্রোয় (East West Metro Route) চাপতে গেলে আর বেশিক্ষণ অপেক্ষাও করতে হবে না। কমছে দু’টি মেট্রোর মধ্যে সময়ের ব্যবধানও। মেট্রো সূত্রে জানা গিয়েছে, আগামী ১ ডিসেম্বর থেকে ইস্ট-ওয়েস্ট রুটে ৫৩টি আপ এবং ৫৩টি ডাউন মিলিয়ে মোট ১০৬টি মেট্রো চলবে। যা আগে ছিল আপ এবং ডাউন মিলিয়ে ১০০টি। একইসঙ্গে দুই মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান কমে দাঁড়াচ্ছে ১২ মিনিটে। যা আগে ছিল ১৫ মিনিট। অর্থাৎ শিয়ালদা স্টেশনে পৌঁছে একটি মেট্রো মিস হলেও আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। পরবর্তী মেট্রো পাওয়া যাবে ১২ মিনিট পরই।

Kolkata Metro : তিন মাসে মেট্রো চলবে জোকার বেগুনি লাইনে
ইস্ট-ওয়েস্টের মেট্রো সময়সূচি (East West Metro Timing)

১ ডিসেম্বর থেকে মেট্রোর সংখ্যা বাড়ানো হলেও সময়সূচির কোনও পরিবর্তন করা হয়নি। অর্থাৎ এই গ্রিন লাইনে শিয়ালদা থেকে দিনের প্রথম মেট্রো যথারীতি পাওয়া যাবে সকাল ৬টা বেজে ৫৫ মিনিটে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়। পাশাপাশি এই রুটে শেষ মেট্রো পাওয়া যাবে শিয়ালদা থেকে রাত ৯টা ৪০ মিনিট এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে রাত ৯টা ৩৫ মিনিটে।

Garia Ruby Metro Trial Run : শুরুতেই বিপত্তি , গড়িয়া-রুবির ট্রায়াল রানে বিকট আওয়াজে থামল মেট্রো
কবে থেকে চলবে বেহালা মেট্রো (Behala Metro)?

গত ১০ নভেম্বর কলকাতা মেট্রোর পার্পল লাইনের ৬.৪৯ কিলোমিটার অংশ পরিদর্শন করতে আসেন কমিশনার অফ রেলওয়ে সেফটি (CRS) মহম্মদ লতিফ খান। পরিদর্শনের আট দিনের মাথায় জোকা থেকে তারাতলা পর্যন্ত ছ’টি স্টেশনের মধ্যে যাত্রী পরিবহণের অনুমতি দেয় তাঁর দফতর। আর এর ঠিক এক মাসের মাথায় এই রুটে যাত্রীবাহী মেট্রো চালু করে দেওয়ার সিদ্ধান্ত কলকাতা মেট্রো কর্তৃপক্ষের। জানা গিয়েছে, আগামী ১০ ডিসেম্বর থেকে জোকা থেকে তারাতলা রুটে ছুটবে বহু প্রতীক্ষিত বেহালা মেট্রো। বেহালাবাসীদের দীর্ঘদিনের আকাঙ্খা অবশেষে পূরণ হতে চলেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *