চিকিৎসক সম্মেলনের মিডিয়া কো-অর্ডিনেটর, বয়স্করোগ বিশেষজ্ঞ ধীরেশ চৌধুরী জানান, তাঁদের প্রবীণদের পরিষেবা দানকারী স্বেচ্ছাসেবী সংস্থা ‘বাঁচবো’র উদ্যোগে ৪৫৪ জনের উপর সম্প্রতি একটি সমীক্ষা চালান তাঁরা কলকাতায়। তাতেই উঠে এসেছে এমন চমকপ্রদ তথ্য। তাতে আরও দেখা গিয়েছে, প্রায় ২৩% ক্ষেত্রে স্বামী বা স্ত্রী সম্পূর্ণ একা থাকেন শহরে। তাই এঁদের চিকিৎসার ব্যবস্থার পাশাপাশি দেখভাল করার তাগিদটাও সমাজের মধ্যে জেগে ওঠা এখন জরুরি। এবং বয়সকালে যেহেতু অনেকগুলি রোগব্যাধির জন্য গুচ্ছ ওষুধপত্র খেতে হয়, তাই সেই সব ওষুধের নির্বাচনও খুব গুরুত্বপূর্ণ, যার ষোলো আনা খেয়াল রাখা হয় জেরিয়াট্রিকসে।
জেরিয়াট্রিক সোসাইটি অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে শুক্রবার ছিল এই বয়স্করোগ সম্মেলনের উদ্বোধনী দিন। সেখানে উপস্থিত রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় জানান, কমিশনের তরফে রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে, যে সব বয়স্ক মানুষের সন্তান সঙ্গে থাকে না, তাঁদের দেখভাল করার কাজে যাতে কিছু তরুণ-তরুণীর কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় যে বিষয়টি গোটাটাই সরকারের তদারকিতে হবে।
সম্মেলনের এই তিন দিনে আলোচিত হচ্ছে প্রবীণদের মানসিক, স্নায়বিক, হৃদরোগ ও শ্বাসতন্ত্র সংক্রান্ত সমস্যার পাশাপাশি সার্বিক স্বাস্থ্যের কথা। বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে ক্যান্সার, স্মৃতিভ্রংশ, পার্কিনসন্স ও ডায়াবিটিস রোগীদের চিকিৎসা নিয়ে। এ সব বিষয়ে বক্তব্য রাখা ও আলোচনার জন্য সম্মেলনে যোগ দিয়েছেন দেশ-বিদেশের মোট ১০১ জন বিশেষজ্ঞ। বয়স্কদের শুশ্রূষা ও সেবাযত্নের উপর চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের নিয়ে আয়োজিত হচ্ছে চারটি কর্মশালাও।
