Behala Metro : বেহালাবাসীর নিউ ইয়ার গিফট! বছর শেষে প্রধানমন্ত্রীর হাত ধরে চাকা গড়াবে মেট্রোর – behala metro to start service from joka to taratala route from 30 december pm narendra modi to inaugurate say sources
Happy woman pointing at copy space on whiteboard
নববর্ষের আগেই বেহালাবাসীর জন্য সুখবর। ৩০ ডিসেম্বরই গড়াতে পারে জোকা থেকে তারাতলা মেট্রোর (Joka To Tartala Metro) চাকা। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। হাওড়া থেকে ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে জোকা-বিবাদি বাগ রুটের এই পার্পেল লাইনের মেট্রো উদ্বোধন করতে পারেন তিনি। এমনটাই জানাচ্ছে কলকাতা মেট্রো (Kolkat Metro) কর্তৃপক্ষ। ফলে নিউ ইয়ারের আগেই মেট্রো চড়তে পারবেন বলে আশাবাদী বেহালাবাসী।

 

আরও পড়ুন :Joka To Taratala Metro : শনিবার থেকে যাত্রা শুরু বেহালা মেট্রোর? সোশালে ভাইরাল দাবি নিয়ে মুখ খুলল কর্তৃপক্ষ

আগামী ৩০ ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত হবে জাতীয় গঙ্গা পরিষদের বৈঠক। সেই বৈঠকে যোগ দিতেই কলকাতায় পা রাখতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। কলকাতা মেট্রোর (Kolkata Metro) জনসংযোগ আধিকারিক বলেন, “যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তবে ৩০ ডিসেম্বরই বেহালা মেট্রোর উদ্বোধন হতে পারে প্রধানমন্ত্রীর হাত ধরে। সে ক্ষেত্রে হাওড়া থেকে ভিডিয়ো কনফারেন্সিংয়ে এই বহু প্রতিক্ষীত মেট্রো রুটের উদ্বোধন করবেন। যদিও এখনও পর্যন্ত এই নিয়ে কোনও অফিসিয়াল বিবৃতি প্রকাশিত হয়নি।”

Joka To Taratala Metro : জোকা-তারাতলা রুটে স্পিড ট্রায়াল, বছর শেষেই মেট্রো চড়বে বেহালাবাসী?
এর আগে জল্পনা উঠেছিল, বেহালা মেট্রোর (Behala Metro) উদ্বোধন করতে শহরে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর থেকেই বেহালা মেট্রোর উদ্বোধন নিয়ে হইচই পড়ে যায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। বেহালা মেট্রো উদ্বোধনের দিন নিয়ে নানা বিভ্রান্তি ছড়াতে শুরু করে। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বিতর্ক। এরপরই বিভ্রান্তি দুর করতে আসরে নামে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, আনুষ্ঠানিক দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।

Behala Metro: আগেই দেওয়া হয়েছে ক্ষতিপূরণ, নিকাশি সমস্যা নিয়ে পুরসভাকেই দুষল মেট্রো
জোকা থেকে বিবাদি বাগ রুটের মেট্রো (Joka-BBD Bag Metro Route) লাইনে এখনও পর্যন্ত জোকা-তারাতরা পর্যন্ত স্টেশনগুলি প্রস্তুত হয়েছে। এই লাইনটিকে বলা হচ্ছে পার্পেল লাইন। পার্পেল লাইনের মেট্রো ট্রায়াল রানের দ্বিতীয় পর্বও সমাপ্ত। কলকাতা মেট্রোর (Kolkata Metro) জনসংযোগ বিভাগের এক আধিকারিক বলেন, “রেলওয়ে সেফটি কমিশনার (Railway Safety Commissioner) সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখেছেন। তাঁর থেকে লিখিত ছাড়পত্রও পাওয়া হয়ে গিয়েছে। আর এক মুহূর্ত দেরি করতে রাজি নই আমরা। দ্রুতই চালু করা হবে বেহালা মেট্রো (Behala Metro)।”

Kolkata Metro: শহরের নিকাশি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত, মেট্রোর থেকে ৩৩ কোটি ক্ষতিপূরণ দাবি পুরসভার
কলকাতা মেট্রোর দেওয়া তালিকা অনুযায়ী, জোকা-তারাতলা রুটে ন্যূনতম ভাড়া (Kolkata Metro Fare) হতে চলেছে পাঁচ টাকা এবং সর্বোচ্চ ২০ টাকা। জোকা থেকে তারাতলা রুটে ভাড়া পড়বে ২০ টাকা। যে কোনও দিকে একটি স্টেশন যেতে হলেই লাগবে পাঁচ টাকার টিকিট। দুটি স্টেশন যেতে হলে কাটতে হবে ১০ টাকার টিকিট। চতুর্থ স্টেশন থেকে একলাফে ভাড়া বেড়ে দাঁড়াবে ২০ টাকা। রয়েছে টুরিস্ট স্মার্ট কার্ডের (Smart Card) ব্যবস্থাও। তিনদিনের জন্য যতবার খুশি ততবার চাপা যাবে মেট্রোয়। তাঁর জন্য খরচ পড়বে ২৫০ টাকা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *