Kolkata Metro : যান্ত্রিক গোলোযোগে ফের মেট্রো বিভ্রাট, চরম ভোগান্তিতে যাত্রীরা – metro stopped in kavi subhash metro station due to technical problem


কলকাতায় ফের মেট্রো বিভ্রাট (Kolkata Metro)। জানা যায়, মঙ্গলবার অফিস টাইমে একটি মেট্রো কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। কিন্তু, রবীন্দ্র সরোবর স্টেশনে একটি রেকে যান্ত্রিক বিভ্রাট দেখা গিয়েছিল। জানা যাচ্ছিল রেক বাইন্ডিংয়ে সমস্যা দেখা যায়। এরপর কিছুক্ষণের মধ্যেই তা মেরামত করে ফের চালু করা হয়। কিন্তু, ওই একই রেকে রবীন্দ্র সদনেও সমস্যা দেখা গিয়েছিল। রেকটি বিদ্যুৎ সরবরাহ ছিন্ন হয়ে পড়ে বলে সূত্রের খবর। এরপর ওই রেক থেকে সমস্ত যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। তড়িঘড়ি খবর দেওয়া হয় ইঞ্জিনিয়রদের। জানা গিয়েছে, রেকটিকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে। এরফলে আপ লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যহত হয়েছিল। নিউগড়িয়া থেকে দক্ষিণেশ্বর গামী ট্রেনগুলির ক্ষেত্রে সাময়িক প্রভাব পড়লেও এখন মেট্রো চলাচল স্বাভাবিক বলেই জানা যাচ্ছে। যদিও অপর লাইনে মেট্রো চলাচলে কোনও সমস্যা হয়নি। এদিকে ভোগান্তির শিকার হয়েছেন বহু যাত্রী। রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে যাত্রীদের ভিড় দেখা যায়। বড়দিন- নিউ ইয়ারে বহু মানুষ শহরে ঘুরতে আসেন। ফলে মেট্রোয় যাত্রীদের চাপ ছিল। অনেক শিশুও ছিল মেট্রোতে।

Kolkata Metro Rail: ডাউন লাইনে সমস্যা, নোয়াপাড়া-দমদম মেট্রো পরিষেবা ব্যাহত
রবীন্দ্র সদন এবং রবীন্দ্র সরোবর দুটি স্টেশনে পরপর মেট্রো রেক থেমে যাওয়ায় সমস্যায় পড়েন যাত্রীরা। অনেকেই মেট্রো স্টেশনেই বসে পড়েন। মেট্রোর তরফে দফায় দফায় ঘোষণা করা হয় যে কিছুক্ষণের মধ্যেই পরিষেবা চালু করা হবে। কিন্তু, ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় বহু যাত্রীকে।

সংবাদ মাধ্যমে এক যাত্রী বলেন, “আমার ছেলে মেডিক্যাল কলেজে ভর্তি। ওর কাছে যাচ্ছিলাম মাঝে এই বিভ্রাট। আমরা বলায় বলল বাসে চলে যেতে। এটা পরিষেবা!” অপর এক যাত্রী বলেন, “প্রথমে একটি স্টেশনে মেট্রোটি থেমেছিল। ফের একবার সেই ঘটনা। আমার সঙ্গে এক শিশু রয়েছে। অনেক বড় সমস্যায় পড়ে গেলাম।”

Kolkata Metro: ফের মেট্রো বিভ্রাট, অফিসের ব্যস্ত সময়ে চরম দুর্ভোগ যাত্রীদের
যদিও ওই রেকটিকে ঠিক করে দ্রুত পরিষেবা স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই দুই লাইনেই ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানা গিয়েছে। যান্ত্রিক ত্রুটির জেরে কলকাতা মেট্রোয় ভোগান্তির ঘটনা আগেও ঘটেছে। তবে যাতে এই ধরনের ঘটনা এড়ানো যায় সেজন্য কর্তৃপক্ষের তরফে পদক্ষেপ করা হয়েছে।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *