Road Accident: ফের রেড রোডে দুর্ঘটনা, মোদীর নিরাপত্তার দায়িত্বে থাকা SUV-র ধাক্কা অন্য গাড়িতে – a car deployed in prime minister narendra modi security hits another car at red road kolkata


Road Accident In Kolkata ফের রেড রোডে দুর্ঘটনা (Red Road Accident)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) নিরাপত্তার দায়িত্বে থাকা গাড়ির বিরুদ্ধে উঠল অন্য গাড়িকে ধাক্কা দেওয়ার অভিযোগ। জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে ইডেন গার্ডেনসের সিগন্যালে ঘটেছে দুর্ঘটনাটি। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় থাকা এসপিজির গাড়ি ধাক্কায় ক্ষতিগ্রস্থ অন্য গাড়িটি।

জানা গিয়েছে, এদিন রেড রোডের (Red Road) সিগন্যাল পেরনোর সময় ঘটে দুর্ঘটনাটি। দুপুরে ইডেন গার্ডেনের সিগন্যালে দাঁড়িয়ে ছিল একটি গাড়ি। পিছন থেকে তীব্র গতিতে আসা এসপিজির এসইউভি গাড়িটি গতিবেগ কন্ট্রোল করতে না পেরে ধাক্কা মারে সামনে থাকা গাড়িটিকে। ধাক্কার জেরে ক্ষতিগ্রস্থ হয় ওই গাড়িটি। সেই গাড়িটি শহরের এক জন চিকিৎসকের বলে জানা গিয়েছে। ধাক্কায় গাড়ির আরোহী বা চালক কেউ আহত না হলেও গাড়িটি সাংঘাতিক ক্ষতিগ্রস্থ হয়েছে বলে খবর।

Howrah NJP Vande Bharat: শুক্রবার দুপুর অবধি বন্ধ হাওড়া স্টেশনের ক্যাব রোড

৩০ তারিখ শহরে আসছেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কলকাতা সফর ঘিরে চারদিকে সাজোসাজো রব। কড়া নিরাপত্তায় মোড়া শহর। এদিন থেকেই শুরু হয়ে গিয়েছে মহড়া। তারই মাঝে নিরাপত্তায় মোতায়েন গাড়ির এমন দুর্ঘটনায় বিতর্ক।

Howrah NJP Vande Bharat : বন্দে ভারতের উদ্বোধনে নতুন রূপে সাজছে NJP স্টেশন, থাকবেন BJP সাংসদ-বিধায়করাও

শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে বাংলার প্রথম বুলেট ট্রেন (Bullet Train) হাওড়া-নিউ জলপাইগুড়ি ‘বন্দে ভারত এক্সপ্রেস’ (Howrah NJP Vande Bharat Express)-এর শুভ উদ্বোধন হবে। আর পি এফ এর তত্ত্বাবধানে সেজে উঠেছে হাওড়া স্টেশনের ২২নম্বর প্ল্যাটফর্ম। স্টেশনের পরিষ্কার পরিচ্ছন্নতা, ফুলের মালা দিয়ে সাজানো ট্র্যাক পরিষ্কার সবই চলছে। পাশাপাশি ২১, ২৩ নম্বরও প্লাটফর্মও ঘিরে দেওয়া হয়েছে নিরাপত্তার বেষ্টনীতে। এছাড়াও, প্রধানমন্ত্রী যে পথ দিয়ে আসবেন হাওড়া স্টেশনে সেই পথেও ব্যারিকেড করে দেওয়া হয়েছে। বন্দে ভারত ট্রেন উদ্বোধনের আগে হাওড়া স্টেশন (Howrah Station) চত্ত্বরে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। তা খতিয়ে দেখতে হাওড়া স্টেশনে যান রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার সহ বিজেপি শীর্ষ নেতৃত্বরা।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *