৩০ তারিখ শহরে আসছেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কলকাতা সফর ঘিরে চারদিকে সাজোসাজো রব। কড়া নিরাপত্তায় মোড়া শহর। এদিন থেকেই শুরু হয়ে গিয়েছে মহড়া। তারই মাঝে নিরাপত্তায় মোতায়েন গাড়ির এমন দুর্ঘটনায় বিতর্ক।
শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে বাংলার প্রথম বুলেট ট্রেন (Bullet Train) হাওড়া-নিউ জলপাইগুড়ি ‘বন্দে ভারত এক্সপ্রেস’ (Howrah NJP Vande Bharat Express)-এর শুভ উদ্বোধন হবে। আর পি এফ এর তত্ত্বাবধানে সেজে উঠেছে হাওড়া স্টেশনের ২২নম্বর প্ল্যাটফর্ম। স্টেশনের পরিষ্কার পরিচ্ছন্নতা, ফুলের মালা দিয়ে সাজানো ট্র্যাক পরিষ্কার সবই চলছে। পাশাপাশি ২১, ২৩ নম্বরও প্লাটফর্মও ঘিরে দেওয়া হয়েছে নিরাপত্তার বেষ্টনীতে। এছাড়াও, প্রধানমন্ত্রী যে পথ দিয়ে আসবেন হাওড়া স্টেশনে সেই পথেও ব্যারিকেড করে দেওয়া হয়েছে। বন্দে ভারত ট্রেন উদ্বোধনের আগে হাওড়া স্টেশন (Howrah Station) চত্ত্বরে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। তা খতিয়ে দেখতে হাওড়া স্টেশনে যান রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার সহ বিজেপি শীর্ষ নেতৃত্বরা।
পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে।