Bomb Recover : ফের বোমা উদ্ধার মাথাভাঙায়, ঘটনায় চাঞ্চল্য এলাকায় – cooch behar mathabhanga bomb recovered


বোমাতঙ্ক কোচবিহারে। বোমা উদ্ধারের পর চাঞ্চল্য এলাকায়।

 

Bomb Recovered
ফের বোমা উদ্ধার মাথাভাঙায়

হাইলাইটস

  • ফের বোমাতঙ্ক কোচবিহার।
  • বিস্ফোরণের আগেই সেই বোমা উদ্ধার করা হয়েছে।
  • ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
Cooch Behar News : বোমা বিস্ফোরণে (Bomb Blast in Cooch Behar) শিশু আহত হওয়ার এক সপ্তাহ না গড়াতেই ফের বোমাতঙ্কে কেঁপে উঠল কোচবিহারের (Cooch Behar) মাথাভাঙা (Mathabhanga) এলাকা। তবে এবার বিস্ফোরণের আগেই সেই বোমা উদ্ধার (Bomb Rescue) করা হয়েছে। ঘটনাচক্রে মাথাভাঙা (Mathabhanga) ১ ব্লকের কেদারহাটের জোরশিমুলির যে এলাকায় শিশুটি আহত হয়েছিল, ঠিক একই জায়গা থেকে এই বোমাটি উদ্ধার (Bomb Rescue) করা হয়। আজ একটি পুকুরে মাছ মারার সময় গ্রামবাসীদের নজরে আসে একটি বোমা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে মাথাভাঙা থানার পুলিশ। পুলিশ বোমা উদ্ধার করে নিয়ে যায়। তবে এই বোমাগুলি কোথা থেকে আসছে পুলিশ তার ঘটনার তদন্ত শুরু করেছে।

Cooch Behar News: বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম শিশু, মাথাভাঙায় চাঞ্চল্য
এই বোমা উদ্ধারের সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর। একে অপরকে লক্ষ্য করে আক্রমন শানাচ্ছে শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC) ও রাজ্যের প্রধান বিরোধী দল BJP। তৃণমূলের (TMC) দাবি, BJP এলাকায় অশান্তি তৈরি করতে বোমা রেখেছে। তার জেরে একজন শিশু সম্প্রতি আহত হয়েছে। এবার ফের আরেকটি বোমা উদ্ধার হল। পঞ্চায়েত ভোটের আগে এলাকায় যাতে শান্তি বিঘ্নিত হয় ও মানুষজন আতঙ্কে থাকে, সেই কারনে BJP এসব কাণ্ডকারখানা শুরু করেছে। শাসকদলের এই দাবি নস্যাৎ করে BJP উলটে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের দিকে আঙুল তুলেছে। তাঁদের দাবি, এলাকার তৃণমূল নেতৃত্ব গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ। তাঁদের মধ্যে রেষারেষি মারামারির ফল ভুগছেন সাধারন মানুষ। BJP কখনই বোমা বন্দুকের রাজনীতি করে না বলে দাবি করেছেন স্থানীয় BJP নেতৃত্ব।

Bomb Recover : পঞ্চায়েত ভোটের আগে ফের বিপুল পরিমান তাজা বোমা উদ্ধার, আতঙ্ক বেলডাঙায়
পাঁচদিন আগেই নতুন বছরের শুরুতেই বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে আহত হয় এক শিশু। বোমা ফেটে শিশুর জখম হওয়ার ঘটনা ছড়িয়ে পড়তে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। বোমা বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ঘটনাস্থলের লুটিয়ে পড়ে ওই শিশু। আহত শিশুকে সেখানে থেকে উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসে মাথাভাঙা থানার পুলিশ। যেখানে বিস্ফোরণ হয়েছে, সেখানে আরও বোমা মজুত আছে কিনা, তা তল্লাশি করে দেখেছিল পুলিশ। তল্লাশির পরে সেদিন কোনও বোমা পাওয়া না গেলেও আজ কিভাবে এখানে আবার বোমার সন্ধান মিলল, সেই বিষয়ে সন্দিহান পুলিশ প্রশাসন থেকে সাধারন মানুষও।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *