জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফুটপাতে জবর দখল, বেআইনি নির্মাণ? দোকানে ভাঙচুর চালালেন তৃণমূল কাউন্সিলের স্বামী! দোকান মালিকের দাবি. থানায় গেলে অভিযোগ নিতে অস্বীকার করে পুলিস। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য যাদবপুরের লর্ডসের মোড়ে।
ঘটনাটি ঠিক কী? দক্ষিণ কলকাতার লেক কালীবাড়ি এলাকার বাসিন্দা তুলিকা দাস। যাদবপুরের লডর্স মোড়ে একটি খাবারের দোকান চালান তিনি। তুলিকার দাবি, ফুটপাতে নয়, তাঁর দোকানটি একটি আবাসনের নীচে। ক্রেতাদের দাঁড়ানো দোকানের সামনে যে শেডটি লাগিয়েছে, শেডটিই ফুটপাতের উপরে চলে এসেছিল। পুরসভার নোটিস পাওয়ার পর অবশ্য ফুটপাতের উপর শেড অংশটি কেটেও দেন।
আরও পড়ুন:Bowbazar Death: বন্ধ ফ্ল্যাট থেকে দুর্গন্ধ! বউবাজারে মিলল বৃদ্ধের পচাগলা দেহ
অভিযোগ, ঘড়িতে তখন আড়াইটে। এদিন দুপুরে লর্ডসে মোড়ের ওই দোকানটির সামনে হাজির হন এলাকায় তৃণমূল কাউন্সিলর মৌসুমী দাসের স্বামীর কৃষ্ণকুমার দাস। সঙ্গে আরও বেশ কয়েকজন। কেন? দোকানে ভাঙচুর চালান কাউন্সিলরের স্বামী। দোকান মালিক তুলিকা দাসের দাবি, এলকায় ফুটপাত দখল করে ব্যবসা করছেন অনেকেই। কিন্তু শুধুমাত্র তাঁর দোকানেই ভাঙচুর চালানো হয়েছে। কাউন্সিলর ও তাঁর স্বামীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।