
নববর্ষে ‘কপাল ফাটা’ সংবাদ চাই!
একটি পুরাতন বর্ষের বিদায় এবং একটি নূতন বছরের আগমন এই দুইয়ের সংযোগস্থলে প্রতিটি মানুষের মনের ভাবনা, চিন্তা, কল্পনা সময় সুযোগ বুঝে নড়েচড়ে বসে৷ এই সময় অর্থাৎ নূতনও পুরাতনের সংযোগস্থলে বিদায়ী বর্ষের জ্বালাপোড়া ভুলে যাওয়ার যেমন সুযোগ মেলে তেমনি হারিয়ে যাওয়া সুখস্মৃতি মনটাকে ভারাক্রান্ত করেও তোলে৷ অন্যদিকে নূতন বছরের নূতন কর্মোদ্যোগের প্রতিজ্ঞা এবং ভবিষ্যতের উজ্জল দিনের সম্ভাবনায় মনে প্রাণে আনন্দের জোয়ার প্রবাহমান হতে থাকে৷ সক্ষম ও সামর্থবান যারা ভারা নববর্ষের শুভদিনটিকে ভোগ সুখের মধ্যে উদযাপনের ব্যবস্থায় ত্রুটি রাখতে নারাজ৷ তাদের একান্ত কামনা আগামী দিনগুলিও যেন সুখে স্বচ্ছন্দে আনন্দে অতিবাহিত হয়৷ যারা সামর্থহীন তাদেরও চেষ্টার ত্রুটি থাকে না নববর্ষের শুভ দিনটি ক্ষমতানুযায়ী চালিয়ে নেবার৷
প্রত্যেক দেশেই নববর্ষের দিনটিকে রাষ্ট্রীয় ছুটির দিন হিসেবে গণ্য করা হয়৷ দেশ ও জাতির প্রকৃতি ও স্বভাব অনুসারে দিনটিকে উৎসব মুখরিত করে তোলা হয়৷ কোথাও কোথাও হৈ হুল্লোড় এত বিকট আকার ধারণ করে যে তার ফলস্বরূপ প্রাণহানির সংখ্যাও কম হয় না৷ আমেরিকা যুক্তরাষ্ট্রের নববর্ষের হুল্লোড়ে শতাধিক মানুষের মৃত্যু এখন প্রায় অবধারিত পর্যায়ে এসে পৌঁছেছে৷ স্কটল্যান্ডে অদ্ভুত নিয়ম হোল এই যে কোন লোক বাড়ীতে এলে তাকে না খাইয়ে ছাড়া হবে না৷ আমাদের দেশে পিঠে পায়েস বা মিষ্টি ভোজনের মধ্যে নববর্ষের দিনটিকে অতিবাহিত করার প্রচেষ্টা থাকে৷ বছরে প্রথম দিনে নূতন বস্ত্রের ব্যবস্থাও হয়ে থাকে সামর্থবানদের ঘরে৷
কিন্তু প্রতিটি মানুষের মধ্যে যে আশা ও উদ্দীপনা সৃষ্টি হওয়ার কথা নববর্ষের সুন্দর প্রভাতে তা কিন্তু এখন পর্যন্ত হয়নি আমাদের দেশে৷ প্রথম এবং প্রধান কারণ সীমাহীন দারিদ্র৷ আর্থিক দুর্গতি এবং সামাজিক অনিশ্চয়তা অক্টোপাশের মত আমাদের জীবনকে আবদ্ধ করে রেখেছে৷ যার ফলে জনসাধারণের বেশী সংখ্যকই জীবনের আনন্দভোগ থেকে চিরবঞ্চিত৷ ফলে নববর্ষের আনন্দ আজও কয়েকজনের গৃহপ্রাঙ্গণে আবদ্ধ৷ যতদিন না এই আনন্দলোকের হাট বসানো যাচ্ছে জনতার মধ্যে ততদিন এই নববের্ষর শুভ মঙ্গলময় ভাবটির বন্ধদশা ঘুচবে না৷
১৯৭৬এর শেষ দিনটিতে উত্থান পতনের ইতিহাস শেষ করে দুর্মূখ ১৯৭৭এর যাত্রা শুরু করেছে৷ দুর্মুখের ভান্ডার থেকে রসদ জোগান দেওয়া এই বছরে কতটা সম্ভব তা ভবিষ্যতেই ঠিক করবে৷ বর্তমান বছরটি পাঠক, সুহৃদ, সহযোগীদের জন্য ‘কপাল ফাটা’ খবর নিয়ে আসুক এই প্রার্থনা করে ইতি টানছি৷
পুরনো ফাইল থেকে
১লা জানুয়ারী ১৯৭৭