Akhil Giri: ‘আপনি আঘাত পেয়ে থাকলে আমি ক্ষমাপ্রার্থী…’, রাষ্ট্রপতিকে চিঠি অখিল গিরির – akhil giri write a apology letter to president droupadi murmu for his comment


West Bengal News : নন্দীগ্রামে (Nandigram) গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা তথা স্থানীয় বিধায়ক শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) সম্পর্কে করা রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির (Akhil Giri) মন্তব্যে দিনভর উত্তপ্ত রইল জাতীয় থেকে রাজ্য রাজনীতি। বিরোধীরাই নয়, দলের তরফেও তিরস্কৃত হন তৃণমূল নেতা। শেষ পর্যন্ত ভুল বুঝতে পেরে চিঠি লিখে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu) কাছে ক্ষমা চাইলেন অখিল গিরি (Akhil Giri)।

সমালোচনার ঝড়ের মুখে পড়ে নিজের ভুল বুঝতে পেরে তৃণমূল মন্ত্রী অখিল গিরি জানিয়েছেন,’আমি ক্ষমা চেয়ে রাষ্ট্রপতিকে চিঠি পাঠাচ্ছি। আমি চিঠিতে জানাব রাষ্ট্রপতি আপনাকে উদ্দেশ্য করে আমি বলিনি। আপনি সাংবিধানিক প্রধান। আপনাকে আমি শ্রদ্ধা করি, কিন্তু যদি আপনি আঘাত পেয়ে থাকেন আমি ক্ষমাপ্রার্থী।’

TMC On Akhil Giri : ‘বিধায়কের মন্তব্য দুর্ভাগ্যজনক’, রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরির ‘ফাউল’-এর নিন্দা TMC-র

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে মন্তব্য করেছিলেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি (Akhil Giri)। আর সেই মন্তব্যকে ঘিরেই শুরু হয় বিতর্ক। নন্দীগ্রামে (Nandigram) শহীদ স্মরণ মঞ্চ পোড়ানোকে কেন্দ্র করে শুক্রবার উত্তপ্ত হয়ে উঠেছিল নন্দীগ্রাম। আর সেই ঘটনার পরই শুক্রবার বিকেলে নন্দীগ্রামে প্রতিবাদ জানাতে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি (Akhil Giri) সহ মন্ত্রী শশী পাঁজা, কুণাল ঘোষ, শিউলি সাহার মতো তৃণমূলের শীর্ষস্থানীয় নেতৃত্বরা। সেসময় বক্তব্য রাখতে গিয়ে এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu) বাহ্যিক রূপ নিয়ে মন্তব্য করেন। আর তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে সমালোচনা শুরু হয়েছে। শুক্রবার নন্দীগ্রামে অখিল গিরি বলেন, “বলে দেখতে ভালো নয়। কী রূপসী! কী দেখতে ভালো! আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। কিন্তু, তোমার রাষ্ট্রপতিকে কেমন দেখতে বাবা?” এরপরেই শুরু বিতর্ক। টুইটারে তা নিয়ে সমালোচনায় সরব হয় BJP। রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি। কোথাও টায়ার জ্বালিয়ে, আবার কোথাও রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি কর্মী সমর্থকরা। এমনকী, মন্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগও জানানো হয়েছে। পাশাপাশি মন্ত্রীর বিরুদ্ধে জাতীয় মহিলা কমিশনেও চিঠি লেখেন BJP সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)।

Akhil Giri : রাষ্ট্রপতির বাহ্যিক রূপ নিয়ে বিতর্কিত মন্তব্য, বিরোধীদের নিশানায় অখিল গিরি

অখিল গিরির এই ফাউলে পাশে দাঁড়ায়নি দলও। শনিবার সর্বভারতীয় তৃণমূলের টুইটার হ্যান্ডল থেকে একটি টুইট করে দলের অবস্থান স্পষ্ট করে দেওয়া হয়েছে। সেখানে লেখা হয়েছে, “ভারতের মাননীয় রাষ্ট্রপতি, শ্রীমতি দ্রৌপদী মুর্মুকে (Droupadi Murmu) আমাদের পরম শ্রদ্ধা। আমাদের দলের বিধায়কের করা দুর্ভাগ্যজনক মন্তব্যের তীব্র নিন্দা করি এবং স্পষ্ট করে জানাতে চাই যে অখিল গিরির মন্তব্যের আমরা তীব্র বিরোধিতা করি। নারীর ক্ষমতায়নের যুগে এ ধরনের দুর্ব্যবহার গ্রহণযোগ্য নয়।”

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *