Akhil Giri : রাষ্ট্রপতির বাহ্যিক রূপ নিয়ে বিতর্কিত মন্তব্য, বিরোধীদের নিশানায় অখিল গিরি – bjp takes a dig at minister akhil giri on his comment over president of india droupadi murmu


Akhil Giri On President Of India : শুক্রবার বিকেলে নন্দীগ্রামে প্রতিবাদ জানাতে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি (Akhil Giri) সহ তৃণমূলের অন্য নেতা মন্ত্রীরা। সেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu) বাহ্যিক রূপ নিয়ে বিতর্কিত মন্তব্য করেন মন্ত্রী।

 

হাইলাইটস

  • রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বাহ্যিক রূপ নিয়ে বিতর্কিত মন্তব্য অখিল গিরির
  • রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির মন্তব্যকে কেন্দ্র করে শুরু বিতর্ক
  • মন্ত্রীর মন্তব্যকে কেন্দ্র সমালোচনায় সরব বিজেপি নেতৃত্ব
West Bengal News : নন্দীগ্রামে (Nandigram) শহীদ স্মরণ মঞ্চ পোড়ানোকে কেন্দ্র করে শুক্রবার উত্তপ্ত হয়ে উঠেছিল নন্দীগ্রাম। আর সেই ঘটনার পরই শুক্রবার বিকেলে নন্দীগ্রামে প্রতিবাদ জানাতে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি (Akhil Giri) সহ মন্ত্রী শশী পাঁজা, কুণাল ঘোষ, শিউলি সাহার মতো তৃণমূলের শীর্ষস্থানীয় নেতৃত্বরা। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। কিছুদিন আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিদ্রুপ বাক্যে বিদ্ধ হয়েছিলেন তিনি। আর এবার শুভেন্দুর সেই মন্তব্যের জবাব দিতে গিয়ে রীতিমতো বেলাগাম হয়ে পড়লেন মন্ত্রী। এমনকী, সেখানে রাষ্ট্রপতিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি। Nandigram: “কাকে পাঠিয়েছেন ?” কুণালকে নিশানা শুভেন্দুর, দিনভর বাগযুদ্ধে সরগরম নন্দীগ্রাম
ঠিক কী বলেছেন অখিল গিরি?
অখিল গিরি এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu) বাহ্যিক রূপ নিয়ে মন্তব্য করেন। আর তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে সমালোচনা শুরু হয়েছে। শুক্রবার নন্দীগ্রামে অখিল গিরি বলেন, “বলে দেখতে ভালো নয়। কী রূপসী! কী দেখতে ভালো! আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। কিন্তু, তোমার রাষ্ট্রপতিকে কেমন দেখতে বাবা?” মন্ত্রী অখিল গিরির রাষ্ট্রপতিকে নিয়ে এই মন্তব্যের পরই শুরু হয়েছে বিতর্ক। ইতিমধ্যেই এই বক্তব্যের ক্লিপিংস দিয়ে টুইট করেছে রাজ্য বিজেপি।
কী রয়েছে বিজেপির টুইটে?
বিজেপির টুইটার হ্যান্ডেলে অখিল গিরির মন্তব্যের ভিডিয়ো শেয়ার করা হয়। যেখানে অখিল গিরি রাষ্ট্রপতিকে নিয়ে মন্তব্য করেছিলেন সেই ক্লিপিংস শেয়ার করা হয় টুইটারে। তার ক্যাপশনে লেখা হয়, “রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আদিবাসী সম্প্রদায়ের মানুষ। রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি তাঁকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন রাজ্যের আরও এক মন্ত্রী শশী পাঁজার সামনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সরকার আদিবাসী বিরোধী।” শুধু তাই নয়। অখিল গিরির এই মন্তব্যের সমালোচনায় সরব হয়েছেন একাধিক বিজেপি নেতা। Nandigram News : ‘ওদের ধস নামছে’, নন্দীগ্রামে TMC-র সভামঞ্চ পোড়ানো নিয়ে BJP-কে কটাক্ষ কুণালের
শুভেন্দুর হাত-পাঁজর ভেঙে দেব!
শুধুমাত্র রাষ্ট্রপতিকেই নয়, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও নিশানা করেছিলেন অখিল গিরি। শুভেন্দুকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যদি একটু ইশারা করেন, তাহলেই শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) হাত-পাঁজর সব ভেঙে দেব। আমাদের সেন্ট্রাল বাহিনী দেখাচ্ছ। সামনেই পঞ্চায়েত নির্বাচন। আমরা অশান্তি চাই না। মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা প্রত্যেকই ছুটে এসেছি ৷ প্রত্যেকেই শান্ত থাকবেন। আগামী মঙ্গলবারের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করতে হবে না হলে আমরা নন্দীগ্রাম থানা ঘেরাও করে অবস্থান বিক্ষোভ করব ৷ আগুন নিয়ে খেলবেন না।”

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *