Darjeeling Tourism : উত্তরবঙ্গে (North Bengal Weather) বেশ ভালোই ঠান্ডা অনুভূত হচ্ছে। এই সময় টুরিজমে (Darjeeling Tourism) বাড়তি লক্ষ্মী লাভে পর্যটকদের মনোরঞ্জনের জন্য ঘুম ফেস্টিভ্যালের আয়োজন করা হচ্ছে। তখন রাতেও চলবে টয় ট্রেন।

হাইলাইটস
- ঘুম ফেস্টিভ্যাল উপলক্ষে রাতেও দার্জিলিঙে চলবে টয় ট্রেন
- দার্জিলিং হিমালয়ান রেলওয়ের তরফে নয়া ঘোষণা হতেই বেজায় খুশি পর্যটকরা
- রাতে টয় ট্রেনের ভাড়া কত হবে তাও জানিয়ে দেওয়া হয়েছে
রাতের টয় ট্রেন
কয়েকদিন আগেই দার্জিলিং হিমালয়ান রেলওয়ের তরফে জানানো হয় রাতে ঘুম ফেস্টিভ্যাল চলাকালীন রাতে টয় ট্রেন চালানো হবে। রাতের অন্ধকারে টয় ট্রেনে করে পাহাড় ঘোরার মজা কতটা হতে পারে তা পাহাড় প্রেমীরা ভালো করেই বোঝেন। যে কারণে এই সুযোগের হাত ছাড়া করতে পারবেন না কেউ। ইতিমধ্যেই দার্জিলিং হিমালয়ান রেলওয়ের তরফে জানিয়ে দেওয়া হয়েছে ১২, ১৯ ও ২৬ নভেম্বর এবং ৪ ডিসেম্বর চলবে নাইট জয় রাইড। যেহেতু প্রতিদিন রাতে জয় রাইড চালানো সম্ভব নয় সেকারণে ঘুম ফেস্টিভ্যালের কারণে আপাতত ৪ দিন নাইট জয় রাইড হবে বলে জানানো হয়েছে।
ট্রেনের ভাড়া কত
সন্ধে ৬টা নাগাদ দার্জিলিং স্টেশন থেকে ছাড়বে টয় ট্রেন। এরপর বাতাসিয়া লুপ হয়ে ঘুম স্টেশন পর্যন্ত যাবে। সেখান থেকে ট্রেনটি ফের যাত্রীদের নিয়ে ফিরে আসবে দার্জিলিং স্টেশনে। প্রায় এক ঘণ্টার যাত্রাপত্র। ভাড়া রাখা হয়েছে যাত্রী পিছু ১৫০০ টাকা। স্টিম ইঞ্জিনে সাধারণ জইয় রাইডের ভাড়াও একই। সেই ভাড়াই রাখা হয়েছে নাইট জয় রাইডের ক্ষেত্রেও।
রাতের এই টয় ট্রেন প্রসঙ্গে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের DRM এসকে চৌধুরী বলেন, “ঘুম ফেস্টিভ্যালের জন্য আমরা বিশেষ এই নাইট জয় রাইড শুরু করছি। স্টিম ইঞ্জিনেই জয় রাইড হবে। স্টিম ইঞ্জিনে জয় রাইডের ভাড়া একটু বেশি। কারণ একমাত্র দার্জিলিং হিমালয়ান রেলওয়েতেই নিয়মিত স্টিম ইঞ্জিন চালানো হয়। তবে নাইট জয় রাইডের যাত্রী চাহিদা ভালো থাকবে বলে মনে করছে দার্জিলিং হিমালইয়ান রেলওয়ে। দার্জিলিঙে ভরা পর্যটন মরশুমে কেউই এই সুযোগ হাতছাড়া করতে চাইবেন না।” দার্জিলিং হিমালয়ান রেলওয়ের এই উদ্যোগের প্রশংসা করেছেন ট্যুর অপারেটরা।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ