Dilip Ghosh Deed : নিয়োগ-দুর্নীতি মামলায় গ্রেফতার প্রসন্ন রায়ের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দলিল উদ্ধার করেছে সিবিআই (CBI)। সেই ফাইলে নাম রয়েছে দিলীপকুমার ঘোষ নামে এক ব্যক্তির নাম রয়েছে।
হাইলাইটস
- নিয়োগ-দুর্নীতি মামলায় গ্রেফতার প্রসন্ন রায়ের বাড়ি থেকে উদ্ধার দলিল
- দলিলে নাম রয়েছে দিলীপকুমার ঘোষ নামে এক ব্যক্তির
- প্রসন্ন রায়ের সঙ্গে পরিচয়ের কথা স্বীকার করে নিয়েছেন দিলীপ ঘোষ
বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে শুক্রবার দিলীপ জানান, প্রসন্নকে তিনি চেনেন। বাড়িতে ইলেকট্রিকের কাজের জন্য তিনি দলিলটি প্রসন্নকে দিয়েছিলেন। গ্রেফতার হওয়া প্রসন্নর বাড়িতে তল্লাশি চালিয়ে সিবিআই যে সিজার লিস্ট তৈরি করেছে, তার ৮ নম্বরে রয়েছে দলিলের উল্লেখ। ৬০ পাতার ওই সম্পত্তির দলিল নিয়ে খোঁজখবর শুরু করেছে সিবিআই। গোয়েন্দারা দলিল ঘেঁটে প্রাথমিক ভাবে জানতে পেরেছেন, এস মজুমদার নামে এক ব্যক্তির সঙ্গে দিলীপকুমার ঘোষের জমিজমা সংক্রান্ত একটি চুক্তি হয়েছিল।
গত ২৬ অগাস্ট নিউ টাউন থেকে সিবিআই গ্রেফতার করে প্রসন্নকুমার রায়কে। একসময়ে তিনি রং মিস্ত্রি ছিলেন। সেই প্রসন্নর ভাগ্য কী ভাবে ‘প্রসন্ন’ হয়েছিল, তা জানতে তদন্ত চালাচ্ছে সিবিআই। ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ঘনিষ্ঠ প্রসন্নর বিলাসবহুল বাড়ি দেখে সন্দেহ হয় সিবিআই গোয়েন্দাদের (CBI Investigation)। পরবর্তীকালে তাঁর সম্পত্তির তালিকায় জমি, ফ্ল্যাট, বিলাসবহুল রিসর্ট, মাছের ভেরি হদিশ পায় সিবিআই। একসময়ে নারকেলডাঙায় টালির চালের বাড়ি ছিল প্রসন্নর। নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা প্রসন্নর উত্থান কী ভাবে হল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে সিবিআই সূত্রের খবর। অভিযোগ, প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে পরিচয়ের পরই ভাগ্য খোলে তাঁর। ৭-৮ বছরের মধ্যেই কার্যত ধনকুবের হয়ে ওঠেন প্রসন্ন।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ