Kolkata TET Agitation কামড় বিতর্কে নয়া মোড়। এবার চাকরিপ্রার্থীর হাতে কামড় বসানোর অভিযোগ ওঠা কনস্টেবল ইভা থাপাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হল। রইল বিস্তারিত আপডেট
হাইলাইটস
- TET আন্দোলনকারীকে ‘কামড় বিতর্কে’ বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে লালবাজার।
- এবার এই ঘটনায় অভিযুক্ত কনস্টেবল ইভা থাপাকে তলব করা হয়েছে।
- লালবাজার সূত্রে খবর, সোমবার অভিযুক্ত ইভা থাপাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে।
জানা যায়, ওই পুলিশকর্মীর নাম ইভা থাপা এবং টেট পরীক্ষার্থীর নাম জানা যায় অরুণিমা ঘোষ। অভিযোগ, অরুণিমার প্রথমে কোনও চিকিৎসা করা হয়নি। এদিকে ইভা থাপাকে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় বিভিন্ন মহলে নিন্দার ঝড় ওঠে। ইভা থাপার মা প্রশ্ন তোলেন, “মেয়ের কী এমন অপরাধ ছিল যে তাঁকে কামড়ানো হল!” বুদ্ধিজীবী মহলেও এই ঘটনার প্রেক্ষিতে ওঠে নিন্দার ঝড়। এদিকে কামড় বিতর্কে তৃণমূল বিধায়ক অজিত মাইতি (Ajit Maity)-র মন্তব্যে ওঠে নিন্দার ঝড়। তিনি বলেন, “একদল মানুষ দিনের পর দিন অবস্থানে বসে একটি সরকারকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিব্রত করে যাচ্ছে কোন অধিকারে? পুলিশকে কাজ করতে দিচ্ছে না কোন অধিকারে? পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে দীর্ঘদিন ধরে। আজ দেখা গেল কেউ পুলিশকে মারতে চলে যাচ্ছে, কেউ পর্ষদ অফিসে ইঁটের টুকরো ফেলতে যাচ্ছে! কেউ যদি মহিলা পুলিশকে কামড়ে দেয় এবং তার পালটা ওই মহিলা পুলিশ পালটা কামড়ে দিলে তা নিয়ে রেরে করে পাড়া মাথায় তুললে তা সমর্থন যোগ্য নয়।”
এখানেই শেষ নয়, তিনি আরও বলেছিলেন, “পুলিশকে কামড়ালে পুলিশ কি রসগোল্লা ছুঁড়বে?” তাঁর এই মন্তব্য ঘিরেও রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। এবার এই ঘটনায় ইভার ভূমিকাও খতিয়ে দেখা হবে। বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়ার পরেই তাঁকে তলব করা হয়েছে। এক্ষেত্রে দু’পক্ষের বক্তব্য খতিয়ে দেখা হবে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।
পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ