poulomi.nath | EiSamay.Com | Updated: 12 Nov 2022, 7:27 pm
মিঠাইয়ের (Mithai) স্লটে ১৪ নভেম্বর থেকে আসতে চলেছে নিম ফুলের মধু (Neem phooler madhu serial) ধারাবাহিকটি। এই প্রথমবার জুটি বাঁধছেন রুবেল এবং পল্লবী। দর্শকের মনে কি জায়গা করে নেবে তাদের কেমিস্ট্রি? ইতিমধ্য়েই সামনে এসেছে ধারাবাহিকের প্রোমো, য়া নজর কেড়েছে দর্শকদের।