Poush Mela: পৌষমেলা করতেই হবে, বার্তা অনুব্রতর – anubrata mondal gives instruction to conduct poush mela


বিশ্বদেব ভট্টাচার্য, আসানসোল
যে করেই হোক পৌষমেলা করতে হবে বলে জানিয়ে দিলেন অনুব্রত মণ্ডল। তার জন্য মানুষকে সঙ্গে নেওয়ার বার্তাও দিয়েছেন তিনি। বোলপুর পুরসভাই এই মেলার আয়োজন করবে বলে জানান বীরভূম জেলা তৃণমূল সভাপতি। শুক্রবার গোরু পাচার মামলায় আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে হাজির করানো হয় কেষ্টকে। এদিন তিনি আদালতে পৌঁছনোর আগেই বীরভূম থেকে দলের জেলা নেতা-কর্মীরা ভিড় করেন আদালত চত্বরে। আদালতের বাইরে ওই জেলা নেতারা অনুব্রতকে জানান, বিশ্বভারতীর উদ্যোগে মেলা হলেও কর্তৃপক্ষ তা করতে চাইছেন না। তখনই অনুব্রত দলের নেতাদের স্পষ্ট জানিয়ে দেন, সামনে পঞ্চায়েত নির্বাচন আসছে। এই পরিস্থিতিতে যে কোনও মূল্যে মেলার আয়োজন করতে হবে।

Anubrata Mondal: কেষ্ট ‘ঘনিষ্ঠ’ কাউন্সিলরকে ফের জিজ্ঞাসাবাদ, সাংবাদিকদের এড়াতে বেড়া টপকে পৌঁছলেন CBI অফিসে!
দলের জেলা সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, ‘এই বিষয়টি নিয়ে দাদার সঙ্গে আলোচনা হয়েছে। উনি বলেছেন মেলার ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে ডাকবাংলো মাঠেই করতে হবে। সেক্ষেত্রে পুরসভা বা স্থানীয় কোনও সংগঠন যদি মনে করে তারা যৌথ ভাবে মেলা করবে, তাহলে সেটাও করা যেতে পারে। কিন্তু মেলা আমরা করবই।’ পঞ্চায়েত নির্বাচনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘সামনে পঞ্চায়েত ভোট। এই মেলায় বহু মানুষ নিজেদের নানা সামগ্রী তৈরি করে বিক্রি করেন। বহু দূর থেকে মানুষ মেলায় আসেন। দাদা বলেছেন, পঞ্চায়েত নির্বাচনের আগে মেলা করতে হবে।’

Anubrata Mondal Daughter : কেষ্ট কন্যার ব্যাঙ্কে লটারির আরও ৫০ লাখ! বারবার পুরস্কার জয়ে তাজ্জব CBI
তবে শুধু যে মেলা নিয়ে আলোচনা হয়েছে তা নয়। আগামী পঞ্চায়েত নির্বাচনে দলের সবাইকে একজোট হয়ে রাজনৈতিক লড়াইয়ে নামতে হবে বলেও কর্মীদের নির্দেশ দিয়েছেন অনুব্রত। মলয় বলেন, ‘দাদা আজও আমাদের নির্দেশ দিয়েছেন। তিনি পরিষ্কার জানিয়ে দেন, কোথাও গোষ্ঠীবাজি করা চলবে না। সেই সঙ্গে বিরোধী দলগুলি যাতে তৃণমূলের নেতা-কর্মীদের দুর্বলতার সুযোগ নিতে না পারে তার দিকেও লক্ষ রাখতে হবে। আমরা দাদার নির্দেশ মতো ইতিমধ্যে জেলা পর্যায়ে বৈঠক করেছি। সেই নির্দেশ ব্লক পর্যন্ত জানিয়ে দেওয়া হয়েছে।’

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *