Shah Rukh Khan: মুম্বই বিমানবন্দরে শুল্ক দফতরের হাতে আটক শাহরুখ!


Shah Rukh Khan, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শনিবার মুম্বই বিমানবন্দরে শুল্ক দফতরের কাছে জেরার মুখে পড়েন সুপারস্টার শাহরুখ খান। এদিন শারজাহ থেকে ফিরছিলেন সুপারস্টার। তাঁর কাছে ছিল বহুমূল্যের বেশ কিছু জিনিস। সেই কারণেই মুম্বই বিমানবন্দরে তাঁকে আটকায় শুল্ক দফতর। ১৮ লক্ষ টাকার ঘড়ির খাপ ছিল তাঁর কাছে। সেই কারণেই তাঁকে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করে শুল্ক দফতর। ৬ লক্ষ ৮৩ হাজার টাকা কর দেওয়ার পরেই ছাড়া হয় তাঁকে। প্রায় ১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় শাহরুখকে।

সূত্রের খবর, প্রথম থেকেই শুল্ক দফতরের অফিসারদের সঙ্গে সহযোগিতা করেছেন এসআরকে। সম্প্রতি ৪১ তম শারজাহ পুস্তক মেলায় উপস্থিত ছিলেন কিংখান। শনিবার সেখান থেকেই মুম্বই ফিরছিলেন অভিনেতা। প্রায় ১ ঘণ্টা জেরার পর বিমানবন্দরের বাইরে পা রাখেন অভিনেতা। তবে মিডিয়ার ক্যামেরা এড়িয়ে যান তিনি। একটি বড় ছাতা দিয়ে নিজেকে গার্ড করে গাড়িতে উঠে যান শাহরুখ। তাঁর পরনে ছিল ক্যাজুয়াল পোশাক। 

আরও পড়ুন- Pori Moni: ছেলের তিনমাসের জন্মদিনে গলল বরফ! মিটল পরী-রাজের দাম্পত্য কলহ?

শুক্রবার গ্লোবাল আইকন অফ সিনেমা অ্যান্ড কালচারাল ন্যারেটিভ অ্যাওয়ার্ডের দ্বারা সম্মানিত করা হয় শাহরুখ খানকে। শারজাহর এক্সপো সেন্টারে আয়োজন করা হয়েছিল পুস্তক মেলা। সেখানেই এই সম্মান দেওয়া হয় তাঁকে। রাইটিং ও ক্রিয়েটিভিটির জগতে তাঁর অবদানের জন্যই এই অ্যাওয়ার্ড দেওয়া হয় তাঁকে। এদিন তাঁর বক্তৃতায় উঠে আসে বৈচিত্র্যের মাঝে ঐক্যের কথা। তিনি বলেন, ‘আমরা সবাই, যেখানেই বাস করি, আমাদের রং যাই হোক, আমরা যে ধর্মই অনুসরণ করি না কেন, যে গানেই নাচি না কেন, আমাদের সংস্কৃতি হওয়া উচিত ভালোবাসা শান্তি ও সহমর্মিতায় পরিপূর্ণ।’

আরও পড়ুন- Bipasha Basu: মা হলেন বিপাশা বসু, নায়িকার কোল আলো এল কন্যাসন্তান

 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *