ইউনিয়ন সূত্রে জানা গিয়েছে, নারায়ণপুর বাজারের টোটো ইউনিয়নের ঘরে বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ ওই এলাকারই একটি জগদ্ধাত্রী পুজো কমিটির সদস্যরা আচমকা এসে ভাঙচুর করে বলে অভিযোগ৷ সেই সঙ্গে ওই টোটো ইউনিয়নের স্টাটার সহ এক চালককে মারধরও করে বলে অভিযোগ৷ আরও জানা গিয়েছে, জগদ্ধাত্রী পূজা উপলক্ষে নারায়ণপুর বাজারের টোটো ইউনিয়নের অন্তর্ভুক্ত সমস্ত গাড়ি পিছু নির্দিষ্ট চাঁদা ধার্য করেছিল ওই পুজো কমিটি৷ তার মধ্যে কয়েকটি টোটোর চাঁদা বকেয়া ছিল বলে দাবি৷
এদিন ওই বকেয়া চাঁদাকে কেন্দ্র করে দু’ পক্ষের মধ্যে বচসা শুরু হয়৷ তারপরেই নারায়ণপুরের ওই জগদ্ধাত্রী পুজো কমিটির কয়েকজন সদস্য নারায়ণপুর বাজারের টোটো ইউনিয়ন অফিসে ভাঙচুর করতে শুরু করে এবং চালকদের মারধর করে বলে অভিযোগ৷ টোটো ইউনিয়নের সদস্যদের অভিযোগ, ইট দিয়ে টোটো ইউনিয়ন ঘরের দরজা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করে ভিতরে থাকা সমস্ত জিনিসপত্র ভাঙচুরের পাশাপাশি পুজো কমিটির কয়েকজন সদস্য প্রয়োজনীয় নথিপত্র নষ্ট করে দেয়। ওদের সঙ্গে কয়েকজন মহিলা ছিল বলেও দাবি টোটোচালকদের৷
নারায়ণ দাস নামে টোটো ইউনিয়নের এক সদস্যের দাবি, ‘‘আমি বাড়িতে ছিলাম, ফোন করে আমাকে স্টাটারের একটি ছেলে বলে, কয়েকজন এসে ভাঙচুর করছে ঘর৷ এসে দেখি সব ভাঙচুর করেছে৷ টাকা পয়সা যা ছিল, সবই নিয়ে গিয়েছে৷ বাপ্পা, মিঠুন নামে আমাদের দুটো ছেলেকে মেরেছে৷ হুমকিও দিয়ে গিয়েছে৷ যার নেতৃত্বে হামলা করা হয়, সে দিনকয়েক আগেই BJP করত৷ আমরা থানায় ফোন করে বিষয়টি জানাই৷’’ রণজিৎ দাস নামে এক টোটোচালকের দাবি, ‘‘গাড়িতে যাত্রী তুলছিলাম, সেসময় ওরা এসে বলে পুজোর চাঁদা দেওয়া হয়নি৷ চাঁদা দেওয়া হয়ে গিয়েছে বললেও ওরা মানেনি৷ আমাকে মারধর করে৷’’