Trinamool Congress: আবর্জনার স্তূপে তৃণমূলের পতাকা! শোরগোল মালদায় – trinamool congress flag dumped in garbage in malda


Malda TMC News দোরগোড়ায় পঞ্চায়েত নির্বাচন। তার আগেই শুক্রবার মালদায় আবর্জনার (Garbage) স্তূপের মধ্যে পড়ে থাকতে দেখা গেল তৃণমূলের দলীয় পতাকা। রইল বিস্তারিত

 

TMC
এই চিত্র ঘিরেই তোলপাড় রাজনৈতিক মহল

হাইলাইটস

  • আবর্জনার স্তূপে পড়ে রয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেসের একগুচ্ছ দলীয় পতাকা!
  • শুক্রবার মালদার চাঁচলের নেতাজি মোড় সংলগ্ন চুড়িপট্টি গলির ভেতরে এমনই ছবি ধরা পড়ে৷
  • পঞ্চায়েত নির্বাচনের আগে এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে জেলাজুড়ে৷
আবর্জনার স্তূপে পড়ে রয়েছে শাসকদল (Ruling Party) তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) একগুচ্ছ দলীয় পতাকা! শুক্রবার মালদার (Malda) চাঁচলের (Chanchol) নেতাজি মোড় সংলগ্ন চুড়িপট্টি গলির ভেতরে এমনই ছবি ধরা পড়ে৷ পঞ্চায়েত নির্বাচনের আগে এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে জেলাজুড়ে৷ এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা৷ দলকে ভালোবেসে নয়, ব্যবসার উদ্দেশ্যেই দল করছেন তৃণমূলের নেতা কর্মীরা, এমনই কটাক্ষ করেছে কংগ্রেস নেতৃত্ব। পালটা কংগ্রেসকেও কটাক্ষ করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব৷ এনিয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে সরগরম মালদার চাঁচল৷ জানা গিয়েছে, মালদার চাঁচলের নেতাজি মোড় সংলগ্ন চুড়িপট্টি গলির ভেতরে ঘাসফুল চিহ্নের পতাকা পড়ে রয়েছে নোংরা আবর্জনার স্তূপে। এক-দু’টি নয়, প্রায় ১৫ থেকে ২০টি লাঠি দিয়ে মোড়া পতাকা ঠাঁই পেয়েছে আবর্জনায়। যাকে ঘিরে পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের প্রতি অনীহার ছবি স্পষ্ট বলেই দাবি বিরোধীদের। যদিও এই ঘটনায় দলের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তৃণমূলের জেলা সম্পাদক৷

Malda News : আজও থমথমে মোথাবাড়ি, মৃত ছাত্রের পরিবারের সঙ্গে সাক্ষাৎ মন্ত্রীর
চাঁচল-১ ব্লক কংগ্রেস কমিটির সভাপতি আঞ্জারুল হক কটাক্ষ করে বলেন, ‘‘যারা তৃণমূল করে, তারা দলীয় পতাকা বিষয়টিই বোঝে না৷ এরা ব্যবসা করতে এসেছে, ফলে এরা দলীয় পতাকার মর্যাদা কী বুঝবে! দলীয় পতাকা আবর্জনা বা নর্দমা, যেখানেই পড়ে থাকুক না কেন, এদের কামাই হলেই হল৷’’ তাঁর আরও দাবি, ‘‘সবাই এক এক কর কংগ্রেসে চলে আসছে৷ গোরু, কয়লা, মাটি চুরির অভি়যোগে দলটা ভরে গিয়েছে৷ চোরেদের সঙ্গে আর কেউ থাকতে চাইছে না৷ দলটা গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত৷’’

Malda News : ছাত্র মৃত্যুর ঘটনায় রণক্ষেত্র মোথাবাড়ি, তদন্তের নির্দেশ জেলাশাসকের
মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তথা জেলাপরিষদের সদস্য মহম্মদ সামিউল ইসলামের দাবি, ‘‘এটা খুবই খারাপ কাজ৷ আমাদের দলের যদি কেউ এই ঘটনা ঘটিয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷’’ কংগ্রেসের কটাক্ষ প্রসঙ্গে তাঁর দাবি, ‘‘রাজ্যে কংগ্রেস, CPIM আছে? আমাদের সরকার প্রতিটি এলাকায় বাড়িতে পৌঁছে দিচ্ছে পরিষেবা৷’’ কংগ্রেস এবং CPIM কে দুই ভাই উল্লেখ করে তাঁর আর দাবি, ‘‘ওরা দুই ভাই ভেবেছিল একসঙ্গে জোটে লড়াই করবে৷ তাই মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে৷ পারবে না৷ আমরা লড়াই করব, তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিটি প্রার্থী জিতবে৷’’

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *