Malda TMC News দোরগোড়ায় পঞ্চায়েত নির্বাচন। তার আগেই শুক্রবার মালদায় আবর্জনার (Garbage) স্তূপের মধ্যে পড়ে থাকতে দেখা গেল তৃণমূলের দলীয় পতাকা। রইল বিস্তারিত

হাইলাইটস
- আবর্জনার স্তূপে পড়ে রয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেসের একগুচ্ছ দলীয় পতাকা!
- শুক্রবার মালদার চাঁচলের নেতাজি মোড় সংলগ্ন চুড়িপট্টি গলির ভেতরে এমনই ছবি ধরা পড়ে৷
- পঞ্চায়েত নির্বাচনের আগে এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে জেলাজুড়ে৷
চাঁচল-১ ব্লক কংগ্রেস কমিটির সভাপতি আঞ্জারুল হক কটাক্ষ করে বলেন, ‘‘যারা তৃণমূল করে, তারা দলীয় পতাকা বিষয়টিই বোঝে না৷ এরা ব্যবসা করতে এসেছে, ফলে এরা দলীয় পতাকার মর্যাদা কী বুঝবে! দলীয় পতাকা আবর্জনা বা নর্দমা, যেখানেই পড়ে থাকুক না কেন, এদের কামাই হলেই হল৷’’ তাঁর আরও দাবি, ‘‘সবাই এক এক কর কংগ্রেসে চলে আসছে৷ গোরু, কয়লা, মাটি চুরির অভি়যোগে দলটা ভরে গিয়েছে৷ চোরেদের সঙ্গে আর কেউ থাকতে চাইছে না৷ দলটা গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত৷’’
মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তথা জেলাপরিষদের সদস্য মহম্মদ সামিউল ইসলামের দাবি, ‘‘এটা খুবই খারাপ কাজ৷ আমাদের দলের যদি কেউ এই ঘটনা ঘটিয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷’’ কংগ্রেসের কটাক্ষ প্রসঙ্গে তাঁর দাবি, ‘‘রাজ্যে কংগ্রেস, CPIM আছে? আমাদের সরকার প্রতিটি এলাকায় বাড়িতে পৌঁছে দিচ্ছে পরিষেবা৷’’ কংগ্রেস এবং CPIM কে দুই ভাই উল্লেখ করে তাঁর আর দাবি, ‘‘ওরা দুই ভাই ভেবেছিল একসঙ্গে জোটে লড়াই করবে৷ তাই মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে৷ পারবে না৷ আমরা লড়াই করব, তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিটি প্রার্থী জিতবে৷’’
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ