Udayan Guha: ‘গাড়ি রাস্তার সঙ্গে মিশে গেলে আমাদের দোষ দিতে পারবেন না’, এবার দলীয় কর্মীদের হুঁশিয়ারি উদয়নের – udayan guha warns tmc workers to avoid bjp his comment stir controversy


ফের মন্তব্য পালটা মন্তব্যে সরগরম রাজনীতি। আবারও বিতর্কিত মন্তব্যে শিরোনামে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর (Udayan Guha)। পঞ্চায়েত ভোটের ঘোষণার আগেই বিজেপির (BJP) পাশাপাশি দলীয় কর্মীদেরও কড়া হুঁশিয়ারি উদয়ন গুহর (Udayan Guha)।

শনিবার দিনহাটার নয়ারহাটে তৃণমূলের (TMC) এক সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ । বিজেপির পাশাপাশি দলীয় কর্মীদের একাংশের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন,” আমরা নজরদারি চালাচ্ছি। ভেটাগুড়িতে যারা যাচ্ছেন ভালো কথা যান। কিন্তু ফেরার সময় যদি গাড়ি রাস্তার সঙ্গে মিশে যায় তাহলে আমাদের দোষ দিতে পারবেন না।”

Udayan Guha:’…বিচুটি পাতা ঘষে দেওয়া হবে’, বিজেপিকে হুঁশিয়ারি উদয়ন গুহের

প্রসঙ্গত, এই ভেটাগুড়িতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) বাড়ি। যদি পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের টিকিট না পেয়ে কেউ যদি বিজেপির তরফে ঘেঁষে তাদের জন্য আগাম হুঁশিয়ারি উদয়নের। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর কথা অনুসারে, দলের অনেকেই দুই নৌকায় পা রেখে চলতে চাইছেন। টিকিট না পেলে গেরুয়া শিবিরের রাস্তা খোলা রাখতে অনেকেই তলায় তলায় নিশীথের সঙ্গে যোগাযোগ করছেন। আসলে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীকে ধরে-করে অনেকেই বিজেপির হয়ে প্রার্থী হওয়ার রাস্তা খুলে রাখতে চাইছেন। সেই বিষয়টি জানতে পেরেই এদিনের সভায় উদয়নের (Udayan Guha) হুঁশিয়ারি। আসলে পঞ্চায়েত ভোটের আগে পাশাপাশি তিনি বলেন প্রতিটা বুথেই তৃণমূলের একটিমাত্র প্রার্থী হবে। দ্বিতীয় কোন প্রার্থী হওয়ার কথা নয়। পাশাপাশি নয়ারহাটে যে গোষ্ঠীকোন্দল রয়েছে তা মিটিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে চলার নির্দেশ দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী।

Udayan Guha : বাংলা ঐক্যবদ্ধ, কোচবিহারের রাসমেলা তার একটা বড় নিদর্শন: উদয়ন গুহ

উল্লেখ্য, দিন কয়েক আগেই তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের উদ্দেশে বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) হুঁশিয়ারি, ”খবরদার। বিজেপির সামনে আসবে না। বিজেপির (BJP) গাড়ির সামনে এলে এলআইসি (LIC) করে আসবেন। বিজেপির গাড়ির সামনে এলে উপর দিয়ে চলে যাবে, মায়ের কোল খালি হয়ে যাবে!” গেরুয়া শিবিরের সঙ্গে মন্তব্যে পালটা মন্তব্যের লড়াইয়ের মাঝে নিজের দলের কর্মীদেরও সাবধান করতে ছাড়লেন না তৃণমূল নেতা। প্ঞ্চায়েতের আগে গোষ্ঠী কোন্দল মিটিয়ে কড়া হাতে সংগঠনের রাশ ধরতে উদ্যোগী মন্ত্রী।

Udayan Guha : বিচুটি পাতার পর বাঁশডলা! BJP-কে হুঁশিয়ারি উদয়ন গুহর

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *