poulomi.nath | EiSamay.Com | Updated: 12 Nov 2022, 3:54 pm
শুক্রবার রাতে মুম্বইয়ের এক রেস্তোরাঁর বাইরে তাঁকে এক ফটোগ্রাফার সরাসরি প্রেম নিবেদন করলেন। বেশ কিছুদিন পাবলিক অ্যাপিয়ারেন্স করেননি উরফি জাভেদ (Urfi Javed)। গত দু’দিনে সেই ঘাটতি পুষিয়ে দিয়েছেন ইন্টারনেট সেনসেশন। অবশ্য তার আগে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছেন তাঁর লেটেস্ট ফটো শ্যুটের ছবি ও ভিডিয়ো পোস্ট করে। ফের একবার লাগাতার ট্রোলিংয়ের মুখে নায়িকা। কিন্তু তাঁর কিছুতেই কিছু যায় আসে না। সে তিনি বার বার প্রমাণ করেছেন।