Urfi Javed: উরফির সঙ্গে খুল্লমখুল্লা ফ্লার্ট! কী করলেন নায়িকা – urfi javed reply after get proposal


poulomi.nath | EiSamay.Com | Updated: 12 Nov 2022, 3:54 pm

Embed

শুক্রবার রাতে মুম্বইয়ের এক রেস্তোরাঁর বাইরে তাঁকে এক ফটোগ্রাফার সরাসরি প্রেম নিবেদন করলেন। বেশ কিছুদিন পাবলিক অ্যাপিয়ারেন্স করেননি উরফি জাভেদ (Urfi Javed)। গত দু’দিনে সেই ঘাটতি পুষিয়ে দিয়েছেন ইন্টারনেট সেনসেশন। অবশ্য তার আগে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছেন তাঁর লেটেস্ট ফটো শ্যুটের ছবি ও ভিডিয়ো পোস্ট করে। ফের একবার লাগাতার ট্রোলিংয়ের মুখে নায়িকা। কিন্তু তাঁর কিছুতেই কিছু যায় আসে না। সে তিনি বার বার প্রমাণ করেছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *