রাজারহাট এর বৈদিক ভিলেজের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ। বৈদিক ভিলেজে রিসোর্ট ভাড়া করে পার্টি করার জন্য। সেই পার্টি শেষ হতেই মাদক খাইয়ে গণধর্ষণ করার অভিযোগ। রাজারহাট থানায় অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার চার। আজ তাঁদের বারাসাত কোর্টে তোলা হবে।এই মুহূর্তে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য রাজারহাট থানায় বিধান নগর পুলিশ কমিশনারেট এর পুলিশ কমিশনার গৌরব শর্মা, উপস্থিত ডিসি নিউটাউন, এসিপি রাজারহাট ও বিধান নগর কমিশনারেট এর গোয়েন্দা শাখার পুলিশ।
Updated By: Nov 12, 2022, 11:10 AM IST

প্রতীকী ছবি
