Akhil Giri : চুঁচুড়া থানাতেও অখিল গিরির নামে FIR দায়ের BJP-র, প্রতিবাদ জেলার একাধিক জায়গায় – fir lodged by bjp at chinsurah police station against akhil giri for his statement on president


West Bengal News রাষ্ট্রপতিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের জেরে একের পর এক জেলায় রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরির (Akhil Giri Comment on President) নামে থানায় FIR দায়ের করেছে BJP। রবিবার সকালেই দিল্লির নর্থ অ্যাভিনিউ থানায় অভিযোগ দায়ের করেন BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বাংলাতেও একাধিক থানায় অভিযোগ দায়ের হয়। এদিন চুঁচুড়া থানাতেও (Chuchura Police Station) অভিযোগ দায়ের করল BJP।

Akhil Giri On DraupadiMurmu :FIR করব’, রাষ্ট্রপতি সম্পর্কে তৃণমূল বিধায়কের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে সরব Sukanta Majmudar
রাজ্যের মন্ত্রী অখিল গিরি ভারতের রাষ্ট্রপতিকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন। সম্প্রতি সেই বক্তব্যের একটি ভিডিয়ো ভাইরাল হয়। এরপরেই BJP-র কেন্দ্র ও রাজ্য নেতৃত্ব এই মন্তব্যের চূড়ান্ত বিরোধিতা প্রকাশ করেন। রাজ্যে কংগ্রেস, বাম দলগুলিও এই মন্তব্যের চূড়ান্ত সমালোচনা করে। জেলায় জেলায় শুরু হয় BJP-র বিক্ষোভ মিছিল। অখিল গিরির মন্তব্যের পাশে থাকেনি তৃণমূল কংগ্রেসও। বিতর্ক তৈরি হতেই নিজের ভুল স্বীকার করেন নেন তিনি। রাষ্ট্রপতিকে চিঠি লিখে ক্ষমা চাইবেন বলেও জানান রাজ্যের কারা মন্ত্রী।

Akhil Giri On President : ‘দিল্লিতে এসে ক্ষমা চাওয়া উচিত মুখ্যমন্ত্রীর’, অখিল গিরির নামে থানায় অভিযোগ লকেটের
আজ চুঁচুড়া ঘড়ির মোড় থেকে মিছিল করে চুঁচুড়া থানায় যায় BJP-র একটি মিছিল। সেখানে বিক্ষোভ দেখায় তাঁরা। হুগলি সাংগঠনিক জেলা BJP-র সভাপতি তুষার মজুমদার বলেন, “ভারতের রাষ্ট্রপতিকে নিয়ে তৃণমূলের জনপ্রতিনিধি অখিল গিরি যেরকম কুরিচিকর মন্তব্য এবং নারী জাতি আদিবাসী সম্প্রদায় ও জনজাতিকে যেভাবে অপমান করেছে তাতে ভারতবর্ষের সমস্ত মানুষকে আঘাত করেছে। রাষ্ট্রপতিকে নিয়ে যিনি কুরুচিকর মন্তব্য করেন, তিনি কিভাবে জনপ্রতিনিধি হলেন। তাই আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে এবং অখিল গিরির বিরুদ্ধে FIR দায়ের করেছি। গ্রেফতার না করা হলে আন্দোলন চলতে থাকবে।” তাই তৃণমূল আশ্রিত এই ব্যক্তি এবং তৃণমূল দলটা এ রাজ্যে থাকা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় হুগলিতে পান্ডুয়ার সিমলাগড় জিটি রোডের উপর রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় BJP কর্মী সমর্থকরা

TMC On Akhil Giri : ‘বিধায়কের মন্তব্য দুর্ভাগ্যজনক’, রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরির ‘ফাউল’-এর নিন্দা TMC-র
ঘটনার সূত্রপাত হয় গত শুক্রবার। নন্দীগ্রামে রাজ্যের বিরোধী দলনেতা তথা এলাকার বিধায়ক শুভেন্দু অধিকারীকে নিশানা করতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রসঙ্গ টানেন অখিল গিরি। রাষ্ট্রপতিকে নিয়ে তাঁর একটি মন্তব্যে বিতর্ক শুরু হয়। একটি ভাইরাল ফুটেজে অখিল গিরিকে বলতে শোনা যাচ্ছে, “আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। তোমার রাষ্ট্রপতিকে কেমন দেখতে বাবা?” এই বক্তব্যের পরেই একাধিক মহলে তীব্র সমালোচনা শুরু হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *