Bankura News : মায়ের নিথর দেহের পাশে রক্তমাখা কুড়ুল হাতে ছেলে! রোমহর্ষক হত্যাকাণ্ড বাঁকুড়ায় – an unpleasant incident happened with a housewife at bankura hirbandh area


West Bengal News মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বাঁকুড়া জেলার হীরবাঁধ থানা এলাকায়। পারিবারিক অশান্তির জেরেই ওই মহিলাকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। মৃত মহিলার নাম মৃদুলা কর্মকার (৫০)। হত্যার অভিযোগের আঙুল উঠেছে মহিলার নিজের ছেলের বিরুদ্ধে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Raiganj News: ভর সন্ধ্যায় বাড়ি থেকে উদ্ধার গৃহবধূর গলার নলি কাটা দেহ, চাঞ্চল্য রায়গঞ্জে
স্থানীয় সূত্র খবর, পারিবারিক অশান্তির জেরে কুড়ুলের কোপ মেরে মাকে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। মৃত গৃহবধূ মৃদুলা কর্মকার বাঁকুড়ার হীরবাঁধ থানা (Hirbandh Police Station) এলাকার মলিয়ানের লালবাজার এলাকার বাসিন্দা। পরিবার সূত্রের খবর, শনিবার রাতে মৃদুলা কর্মকারের স্বামী অজিত কর্মকার বাড়িতে ছিলেন না। সেই সময় ছেলে অনুপ কর্মকারের সঙ্গে মা মৃদুলা কর্মকারের কোনও পারিবারিক কারণে ঝামেলা হয়। পরে মৃতার স্বামী বাড়িতে ফিরে দেখেন রক্তাক্ত অবস্থায় স্ত্রী মৃদুলার দেহ পড়ে রয়েছে। রক্তামাখা কুড়ুল হাতে ছেলে ঐ জায়গাতেই বসে। এ দৃশ্য দেখেই হতচকিত হয়ে যান অজিত কর্মকার। স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় মৃদুলা কর্মকারকে হীরবাঁধ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Birbhum News : সিউড়িতে TMC কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ, নেপথ্যে গোষ্ঠীদ্বন্দ্ব?
ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত ছেলে অনুপ কর্মকারকে গ্রেফতার করে। সঙ্গে রক্তমাখা কুড়ুলটিও পুলিশ উদ্ধার করেছে বলে জানা গিয়েছে। তবে ঠিক কী কারণে ওই মহিলাকে খুন করল তাঁর ছেলে সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানায়নি পুলিশ। মহিলার দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃত ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্থানীয় এক বাসিন্দা জানান, ওঁদের বাড়ি থেকে চিৎকার চেঁচামিচির আওয়াজ আসতেই আমরা ছুটে যাই। দেখা যায় রক্তাক্ত অবস্থায় ওই মহিলা পড়ে রয়েছে। সকলে মিলে ওঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। ছেলেই রাগের মাথায় নিজের মাকে খুন করে দিয়েছে বলে আমাদের ধারণা। ঘটনার সঙ্গে যুক্ত প্রকৃত দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Raghunathpur News : ফুটবল খেলা নিয়ে তুমুল বিবাদ! রঘুনাথপুরে হাতাহাতিতে প্রাণ গেল এক ব্যক্তির
প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসেই বাঁকুড়া জেলায় মদের ঠেকে বচসার জেরে এক যুবককে মেরে ফেলার অভিযোগ ওঠে। বাঁশের ফালি দিয়ে পায়ের শিরা কেটে এক যুবককে খুনের অভিযোগ ওঠে তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। মৃতের নাম সঞ্জয় দাস (২৫)। ঘটনা বাঁকুড়া (Bankura) শহরের ১৬ নম্বর ওয়ার্ডের কানকাটা এলাকার। ঘটনার তদন্ত শুরু করেছে বাঁকুড়া সদর থানার পুলিশ (Bankura Sadar Police Station)।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *