Birbhum TMC : তৃণমূল নেতার উপর হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে, শোরগোল বীরভূমে – tmc leader allegedly beaten by bjp leader in birbhum


Kirnahar Police Station : বীরভূমে তৃণমূল নেতাকে (TMC Leader) মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় বিজেপি নেতার বিরুদ্ধে। দুই পক্ষের মধ্যেই ঝামেলা বেধে যায়। হাসপাতালে ভর্তি রয়েছেন তিনজন।

 

TMC final

হাইলাইটস

  • তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
  • বীরভূমের স্থানীয় তৃণমূল নেতার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তোলা হয়েছে
  • এই ঘটনায় জখম হয়েছেন দুই পক্ষের মোট 3 জন
West Bengal News : বীরভূমে তৃণমূল নেতাকে (TMC Leader) মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় বিজেপি নেতার বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কীর্ণাহার থানার (Kirnahar Police Station) অন্তর্গত গোমাই গ্রামে স্থানীয় বিজেপি নেতা (BJP Leader) হিসেবে পরিচিত বিপদতারণ ঘোষের সঙ্গে ওই গ্রামে তৃণমূল নেতা বিধান ঘোষের রেষারেষি দীর্ঘদিনের। শনিবার রাতে সুনয়ন ঘোষ ও বিপদতারণ ঘোষ সহ অন্যরা উদ্ধানপুর থেকে মৃতদেহ সৎকার করে ফিরছিলেন। অভিযোগ, গোমাই গ্রাম ঢুকতেই বিপদতারণ ঘোষের দলবল তৃণমূল নেতা বিধান ঘোষ ও তাঁদের বেশ কয়েকজনকে মারধর করে। এমনকী, বিধান ঘোষের মাথায় আঘাত করার অভিযোগও ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। আর এই হাতাহাতিতে আক্রান্ত হন দুই পক্ষেরই তিনজন। গুরুতর জখম অবস্থায় তাঁদের বোলপুর মহকুমা হাসপাতালে (Bolpur Sub-Divisional Hospital) ভর্তি করা হয়েছে। Anubrata Mondal: কেষ্ট ‘ঘনিষ্ঠ’ কাউন্সিলরকে ফের জিজ্ঞাসাবাদ, সাংবাদিকদের এড়াতে বেড়া টপকে পৌঁছলেন CBI অফিসে!
ঠিক কী হয়েছিল?
শনিবার সন্ধের দিকে স্থানীয় এক ব্যক্তির দেহ সৎকারে গিয়েছিলেন বিধান ঘোষ সহ বিপদতারণ ঘোষ ও সুনয়ন ঘোষ। সব ঠিকই ছিল। এদিকে গ্রামের কাছাকাছি আসতেই দুই দলের মধ্যে বিপত্তি বেধে যায়। সেখানেই দুই পক্ষের মধ্যে শুরু হয়ে যায় হাতাহাতি। এই ঘটনায় জখম হয়েছেন তৃণমূল নেতা বিধান ঘোষ, বিজেপি নেতা বিপদতারণ ঘোষ ও তাঁর কাকা সুনয়ন ঘোষ। তাঁদের বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। এরপর দুই পক্ষের তরফেই কীর্ণাহার থানায় অভিযোগ দায়ের করা হয়। যদিও ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছে পুলিশ। কীর্ণাহার থানার পুলিশের তরফে জানানো হয়েছে, মদ্যপ অবস্থায় মৃতদেহ সৎকার করে ফেরার সময় বচসা বাধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি তৃণমূল নেতা ও বিজেপি নেতা। তবে এটা কোনও রাজনৈতিক ঘটনা নয়। মদ্যপ অবস্থায় নিজেদের মধ্যেই মারামারি করেছেন তাঁরা। Birbhum TMC : টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ নেতার বিরুদ্ধে, শোরগোল
পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তপ্ত হয়ে রয়েছে বীরভূমের রাজনীতি। এদিকে, সম্প্রতি বীরভূমের (Birbhum) তৃণমূল নেতার বিরুদ্ধে প্রাইমারিতে চাকরির (Job) টোপ দিয়ে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল। চাকরিপ্রার্থীর (Job Seeker) সঙ্গে অভিযুক্ত শাসক নেতার বাগ্‍যুদ্ধের ভিডিয়ো (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল) ভাইরাল হয়। যদিও অভিযুক্ত তৃণমূল নেতার দাবি ছিল টাকা ধার নিয়ে শোধ দিতে দেরি হওয়ায় ঝামেলা বেঁধেছিল। নিয়োগ নিয়ে কোনও কথা বলেননি তিনি। বিতর্ককে হাতিয়ার করে ফের বিরোধীদের নিশানায় তৃণমূল কংগ্রেস (TMC)। ঘটনার সঙ্গে দলের সঙ্গে যোগ নেই, পালটা দাবি তৃণমূলের।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *