Child Science congress 2022 : ফের জয় মেদিনীপুরের! শিশু বিজ্ঞান কংগ্রেস ২০২২ যোগ দিচ্ছে আশফাক-সৈকতের – two school student from purba midnapore is taking part in child science congress


West Bengal News: মেদিনীপুরের (Midnapore) সঙ্গে মেধার আত্মীক যোগাযোগ দীর্ঘদিনের। মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক অন্য়ান্য জেলাগুলিতে মেধার নিরিখে টেক্কা দেয় দুই মেদিনীপুরই। এবার জাতীয় স্তরে শিশু বিজ্ঞান প্রতিযোগিতায় রাজ্যের ৩০ জনের মধ্যে নির্বাচিত হয়েছে পূর্ব মেদিনীপুরের আশফাক আহমেদ খান এবং সৈকত অধিকারী। তাদের এই সাফল্যে স্বাভাবিকভাবেই খুশি অভিভাবকরা। ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের আর্থিক সহযোগিতায় ৩০তম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেস ২০২২ -এ যোগদানের জন্য বাংলা থেকে নির্বাচিত করা হয়েছে ৩০ জন ‘শিশু বিজ্ঞানী’-কে। তাদের মধ্যেই রয়েছে পূর্ব মেদিনীপুরের দুই ছাত্র। জাতীয় স্তরের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ২৭ থেকে ৩১ জানুয়ারি গুজরাটের আমেদাবাদে থাকবে তারা।

NEET Topper 2022: NEET-এ চোখ ধাঁধানো সাফল্য, দিল্লি AIIMS-এ ভর্তি হলেন মেদিনীপুরের মেয়ে দেবাংকিতা
জানা গিয়েছে, ওই দুই ছাত্র হল ডিমারি হাই স্কুলের আশফাক আহমেদ খান এবং পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনের সৈকত অধিকারী। এই জাতীয় স্তরের কর্মসূচিতে তারা তাদের ‘প্রজেক্ট’ উপস্থাপনের সুযোগ পেয়েছে। জানা গিয়েছে, মেদিনীপুরের ছাত্র আশফাক আহমেদ ঔষধি গাছের ব্যাকটেরিয়া মারার ক্ষমতা প্রসঙ্গে একটি প্রজেক্ট উপস্থাপন করতে চলেছে। অন্যদিকে, সৈকত অধিকারীর ভাবনাও বেশ অভিনব। প্রতিদিন ব্যবহার করে দেওয়া কাগজ দিয়ে কীভাবে বায়ো-ডিগ্রেডেবল কলম তৈরি করা যায় তা নিয়ে নির্দিষ্ট প্রজেক্ট উপস্থাপিত করতে চলেছে এই ছাত্র। জাতীয় স্তরে জেলার দুই পড়ুয়া কত জেলার দুই পড়ুয়া কতটা ছাপ ছাড়তে পারে এখন সব নজর সেই দিকেই।

NEET 2022 : মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষায় ‘তুখোড় রেজাল্ট’, বিশেষ উপহার পেয়ে ‘মিলিয়ন ডলার হাসি’ তরুণীর
আশফাক আহমেদ খানের স্কুলের এক শিক্ষকের কথায়, “ও অত্যন্ত মেধাবী ছাত্র। জাতীয় মঞ্চে এভাবে প্রতিনিধিত্ব করতে চলেছে শুনে অত্যন্ত খুশি। আগামী দিনে ওকে দেখে আরও ছাত্রছাত্রীরা অনুপ্রাণিত হবে এবং তারা এই ধরনের অভিনব চিন্তাভাবনা সকলের সামনে মেলে ধরবে বলে আশা করছি। আগামী দিনে ও আরও উন্নতি করুক এই কামনা করছি।” অন্যদিকে, সৈতক অধিকারীর স্কুলের শিক্ষকরাও স্বাভাবিকভাবেই উৎসাহিত। স্কুলের ছাত্র জাতীয় মঞ্চে সকলের নাম উজ্জ্বল করবে বলেই আশাবাদী তাঁরা। যদিও এই ছাত্রের উপর কোনও প্রত্যাশার চাপ দিতে নারাজ শিক্ষকরা। খুশি এই দুই ছাত্রের পরিবারও। আগামী দিনে প্রত্যাশার চাপ এড়িয়ে তারা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যাক, এই কামনা করছেন পরিবারের সদস্যরা।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *