Gold Coin : মাটি খোদাই করতে গিয়ে বহুমূল্য সোনার মুদ্রা উদ্ধার, চাঞ্চল্য উলুবেড়িয়ায় – howrah uluberia one person gets a antique gold coin and a statue


West Bengal News: বাড়ি সংস্কারের জন্য খোদাই করা হচ্ছিল মাটি। কিন্তু, খনন চলাকালীন পাওয়া গেল ২০০ বছরের বেশি পুরাতন মুদ্রা (Gold Coin)! সঙ্গে পাওয়া গেল অষ্ট ধাতুর মূর্তিও। ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া (Uluberia) পুরসভার ৫ নং ওয়ার্ডের বাউড়িয়া ভাষাপাড়ায়। খবর পেয়ে এলাকায় হইচই পড়ে গিয়েছে।

ঠিক কী ঘটেছে?

জানা গিয়েছে, কয়েক দিন আগে বাউড়িয়া ভাষাপাড়ার বাসিন্দা রবীন হাজরা বাড়ি সংস্কারের উদ্যোগ নেন। সেই সময় মাটি খননের কাজ চলে। কাজ চলাকালীন একটি প্রাচীণ মুদ্রা পান তিনি। একইসঙ্গে অষ্টধাতুর একটি মূর্তিও উদ্ধার হয়। জানা গিয়েছে, প্রাচীন মুদ্রাটির একদিকে রাম-লক্ষণ এবং সীতার ছবি খোদাই করা আছে এবং অন্যদিকে লেখা ইউ কে ওয়ান আনা। নীচে উল্লেখিত হয়েছে একটি সাল -১৮১৮। মুদ্রাটি অতিপ্রাচীন বলেই দাবি করেছেন রবীন হাজরা। তিনি বলেন, “মুদ্রাটি পাওয়ার পর তিনি স্থানীয় সোনার দোকানে তা নিয়ে যান। সেখানে স্বর্ণকার তাঁকে জানান, ওই মুদ্রাটি সোনার।” আপাতত ওই মুদ্রা এবং মূর্তি নিজের কাছেই রেখেছেন তিনি। তবে যদি সরকার চায় সেক্ষেত্রে তা প্রশাসনের হাতে তুলে দিতেও আপত্তি নেই বলে জানান রবীন হাজরা।

Howrah News : কুসংস্কারের থাবা থেকে মুক্ত করতে হাওড়ায় বিশেষ প্রচার ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির
এদিকে এই মুদ্রা এবং অষ্টধাতুর ঐতিহাসিক মূল্য অপরিসীম, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এমনটাই। স্থানীয় এক ইতিহাসের শিক্ষক বলেন, “মুদ্রাটি না দেখে কিছু বলা সম্ভব নয়। তবে বর্ণনা শুনে অনুমান করছি এর ঐতিহাসিক মূল্য রয়েছে।”

Howrah News : শ্যামপুরের শতাব্দী প্রাচীন নৌকা পাড়ি দেবে গুজরাটে, রূপনারায়ণে ভাসল ঐতিহ্যশালী ‘ছট’
রবীন হাজরা আগে মিলে কাজ করতেন। বর্তমানে ফুটপাতে ব্যবসা করেন। অভাবের সংসার। কিন্তু, কোনওভাবেই এই মুদ্রা বিক্রি করতে পারে কাওকে দিতে চান না তিনি। তাঁর কথায়, “মুদ্রার এক দিকে রয়েছে সীতা-রামের ছবি। এটি বহু মূল্য হতে পারে। যদি প্রশাসনের তরফে আমার সঙ্গে যোগাযোগ করা হয় আমি তাদের হাতে তা তুলে দেব।” কোনওভাবেই এই মূর্তি বা মুদ্রা বিক্রি বা অন্য কাউকে দেবেন না, তা সাফ জানিয়ে দিয়েছেন ওই প্রবীণ। এদিকে মাটির নীচ থেকে সোনার মুদ্রা উদ্ধারের খবরে রীতিমতো হইচই পড়ে গিয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্য়ে। অনেকেই এই ওই মুদ্রাটি দেখতে চাইছেন। কৌতুহলে অনেকেই কীভাবে তা উদ্ধার হয়েছে সেই বিষয়েও রাখছেন প্রশ্ন।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *