Imambara District Hospital : কল নিয়ে বিবাদ, আর তার জেরে বিজেপি বুথ সভাপতির অন্তঃসত্ত্বা মেয়ের পেটে লাথি মারার অভিযোগ উঠল এক তৃণমূল কর্মীর (TMC Worker) বিরুদ্ধে। এই ঘটনায় তৃণমূল কর্মী সহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।

হাইলাইটস
- বিবাদ চলাকালীন বিজেপি বুথ সভাপতির অন্তঃসত্ত্বা মেয়ের পেটে লাথি!
- BJP নেতার বৃদ্ধ বাবাকেও মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
- অভিযুক্ত তৃণমূল কর্মী সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
ঠিক কী হয়েছিল?
বাঁশবেড়িয়া পুরসভার (Bansberia Municipality) ১৬ নম্বর ওয়ার্ডের বিজেপি বুথ সভাপতি জগন্নাথ দাসের বাড়ির সামনে একটি পুরসভার কল আছে। সেই কল নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিবাদ দীর্ঘ দিনের। শনিবার বিকালে জগন্নাথের স্ত্রীর গায়ে জল ছেটানো নিয়ে গন্ডোগোলের সূত্রপাত। জগন্নাথ দাস বলেন,”ঝামেলা চলাকালীন আমাকে মারতে যান রাখাল ও তাঁর পরিবার। বৃদ্ধ বাবা আর মেয়ে আটকাতে গেলে তাদের তাদের উপর চড়াও হয়। বাবার মাথায় লাঠি দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয়। মেয়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তার পেটেও লাথি মারে। রাখাল তৃণমূল করে। ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিনতি ধর ও তৃণমূল নেতা বিশ্বজিৎ দাসের ঘনিষ্ঠ বলেই পরিচিত।” জগন্নাথ দাসের মেয়ে সঙ্গীতা বিশ্বাস বলেন, “বাবা বিজেপি করে বলে ঝামেলা। দাদুকে মেরেছে, আমাকেও পেটে লাথি মেরেছে।”
কী বলছে বিজেপি?
এই ঘটনা প্রসঙ্গে বাঁশবেড়িয়া মণ্ডল বিজেপি সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, “কল নিয়ে দুই পরিবারের বিবাদ অনেক দিনের। শনিবার ঝামেলার সময় তৃণমূল কর্মী এসে বুথ সভাপতির উপর চড়াও হন। মারধর করেন। আসলে তৃণমূলে এই ব্যাপারটা আছে যে যত বেশি মারধর করে সে তত উঁচু পোস্টে যাবে। সেটা দেখাতে গিয়ে এগুলো করছে।”
ঘটনার নিন্দা করেছে তৃণমূল
যদিও বিষয়টি নিয়ে সরব হয়েছে তৃণমূল। এই ঘটনা প্রসঙ্গে কাউন্সিলর মিনতি ধর বলেন, “কল নিয়ে বিবাদ থেকে এই ঘটনা হয়েছে। যা হয়েছে তা সমর্থন যোগ্য নয়। পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে। ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।” অন্যদিকে বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী বলেন, “পানীয় জল নিয়ে এই ঘটনা কাম্য নয়। দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। এর মধ্যে রাজনীতি নেই। ঘটনার নিন্দা করছি। পুলিশ ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে।” আক্রান্তের পরিবারের পক্ষ থেকে মগরা থানার অভিযোগ দায়ের করার পরেই রাখাল দাস সহ স্ত্রী ও তাঁর দুই ছেলেকে গ্রেফতার করেছে মগরা থানার পুলিশ। ধৃতদের রবিবার চুঁচুড়া আদালতে পেশ করা হবে। ধৃতরা হল রাখাল দাস, অনিতা দাস, ছোট্টু দাস ওরফে দ্বীপ, বাকু ওরফে শুভ দাস।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ