Nandigram News : TMC-র নতুন অঞ্চল সভাপতির নাম ঘোষণা হতেই বিপত্তি! তুলকালাম কাণ্ড নন্দীগ্রামে – tmc worker show protest in nandigram over new regional president


Nandigram TMC : অঞ্চল সভাপতি নিয়ে রাজ্যের বিভিন্ন জেলায় অব্যাহত রয়েছে তৃণমূলের (TMC) বিক্ষোভ। নন্দীগ্রামেও (Nandigram) অঞ্চল সভাপতি নাম ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নতুন সভাপতির নাম ঘোষণা হতেই বাধে বিপত্তি।

 

nandigram

হাইলাইটস

  • অঞ্চল সভাপতি নিয়ে রাজ্যের বিভিন্ন জেলায় অব্যাহত রয়েছে তৃণমূলের বিক্ষোভ
  • নন্দীগ্রামে নতুন অঞ্চল সভাপতির নাম ঘোষণা হতেই ঝামেলা বেধে যায়
  • তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে
West Bengal News : বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election) হতে পারে। আর তার মধ্যে অঞ্চল সভাপতি নিয়ে রাজ্যের বিভিন্ন জেলায় অব্যাহত রয়েছে তৃণমূলের (TMC) বিক্ষোভ। কোচবিহারের পর এবার নন্দীগ্রামেও (Nandigram) অঞ্চল সভাপতি নাম ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নতুন অঞ্চল সভাপতির নাম ঘোষণা হতেই তুলকালাম কাণ্ড বেধে যায় সেখানে। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। কথা কাটাকাটি থেকে শুরু করে দুই পক্ষের মধ্যে মারপিটও হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এরপর কোনওরকমে সেখান থেকে তাদের ঠেলে স্কুলে ঢুকিয়ে দেয় তারা। June Maliah : ‘… পঞ্চায়েতে কোনও নেতার বউ প্রার্থী নয়!’ দলীয় নেতৃত্বকে হুঁশিয়ারি জুনের
ঠিক কী হয়েছিল?
নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের অধীন আমদাবাদ ২ অঞ্চলে তৃণমূলের আগের সভাপতি ছিলেন শেখ কাজেহার। সম্প্রতি সেই সভাপতি পরিবর্তন করা হচ্ছে। আর নতুন সভাপতি হিসেবে নাম ঘোষণা করা হয়েছে রহশন আলির। রহশন আলির নাম ঘোষণা হতেই ঝামেলা বেধে যায়। কেন রহশন আলির নাম ঘোষণা করা হল তা নিয়ে তৃণমূলের দুই পক্ষের মধ্যেই ঝামেলা বাধে। স্থানীয় তৃণমূল কর্মীদের (TMC Worker) একাংশের দাবি, কয়েকদিন আগেই রহশন বিজেপির সঙ্গে যোগাযোগ করছিলেন। তিনি বিজেপিতে যাবেন বলে ঠিক করেছিলেন। তাহলে তাঁকে কেন অঞ্চল সভাপতি করা হল? এই নাম ঘোষণার পরই দুই পক্ষের মধ্যেই মারপিট বেধে যায়। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। Dilip Ghosh: ‘বিজেপির গাড়ির সামনে এলে মায়ের কোল খালি হয়ে যাবে!’ ফের দিলীপ ঘোষের মন্তব্যে বিতর্ক
কোটবিহারেও অঞ্চল সভাপতি নিয়ে ঝামেলা
নতুন অঞ্চল সভাপতি নিয়ে কোচবিহারের মাথাভাঙাতেও তৃণমূলের বিক্ষোভ অব্যাহত। অঞ্চল সভাপতি অপসারণের দাবিতে শনিবার মাথাভাঙা ২ নম্বর ব্লকের লতাপোতা এলাকায় অঞ্চল চেয়ারম্যান জগদীশ বর্মনের নেতৃত্বে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীদের একাংশ। দলীয় কর্মীদের ক্ষোভে গুরুত্ব দিতে নারাজ নতুন অঞ্চল সভাপতি প্রসেনজিৎ বর্মন। এর আগে মাথাভাঙা ২ নম্বর ব্লকের ফুলবাড়ি, রুইডাঙ্গা, প্রেমেরডাঙ্গা ও বড় শৌলমারিতে অঞ্চল সভাপতির অপসারণ চেয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীদের একাংশ। Nandigram News : ‘ওদের ধস নামছে’, নন্দীগ্রামে TMC-র সভামঞ্চ পোড়ানো নিয়ে BJP-কে কটাক্ষ কুণালের
গোষ্ঠীকোন্দল নিয়ে মমতার বার্তা
সম্প্রতি কৃষ্ণনগরের জনসভা থেকে দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঞ্চ থেকেই দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, “দলের নেতা-বিধায়করা নিজেদের মধ্যে ঝগড়া করবেন না। ঝগড়া করলে দল থেকে বার করে দেব। ইগো থাকলে কাজ করতে হবে না। বাড়িতে বসে থাকুন।” পঞ্চায়েত নির্বাচনের আগে দলের নেতা-কর্মীদের এই বার্তা দিয়েছিলেন। কিন্তু, তারপরও দলীয় কোন্দল বার বারই প্রকাশ্যে আসছে।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *