poulomi.nath | EiSamay.Com | Updated: 13 Nov 2022, 8:31 pm
আজকাল বড্ড ব্যস্ত পুনম পাণ্ডে (Poonam Pandey)। মুম্বই থেকে উড়ে গেলেন পুনম। তারপরে তাঁকে কোথায় দেখা গেল বলুনতো, ভাবছেন? আর ভাবতে হবে না, আমিই বলে দিচ্ছি.. তাঁকে দেখা গিয়েছে পানিপুরি ফেসটিভালে। ফুচকা খেতে যে পুনম খুব ভালোবাসেন সেই ছবি আগেও ধরা পড়েছে। এবার ফেসটিভালে গিয়ে পানিপুরিতে মজতে দেখা গেল তাঁকে। ঠিক কতটা এনজয় করলেন তিনি চলুন দেখেনি।