Purba Medinipur News : BJP-র মিছিলে হামলা-বোমাবাজির অভিযোগ, উত্তেজনা ভগবানপুরে – huge chaos over a bjp procession about akhil giri comments on president at bhagabanpur


West Bengal News রাজ্যের মন্ত্রী অখিল গিরির মন্তব্য নিয়ে গোটা রাজ্য উত্তাল। রবিবার দিনভর প্রতিবাদ, বিক্ষোভ মিছিলের আয়োজন করে রাজ্য বিজেপি নেতৃত্ব। এবার BJP-র মিছিল লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। অভিযোগের তীর তৃণমূলের দিকে। ঘটনাটিকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলার পাঁউসিবাজার এলাকায়।

Akhil Giri : চুঁচুড়া থানাতেও অখিল গিরির নামে FIR দায়ের BJP-র, প্রতিবাদ জেলার একাধিক জায়গায়
স্থানীয় সূত্রে খবর, পূর্ব মেদিনীপুর এর ভগবানপুর (Bhagobanpur) বিধানসভার বোরোজ অঞ্চলের পাঁউসিবাজার এলাকায় BJP-র আয়োজিত একটি মিছিল বোমাবাজির অভিযোগ। পুলিশের সামনেই BJP কর্মীদের লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। এলাকায় ব্যাপক উত্তেজনা। ঘটনাস্থলে ভূপতিনগর থানার (Bhupatinagar Police Station) বিশাল পুলিশ বাহিনী। পুলিশকে ঘিরে বিক্ষোভ বিজেপি কর্মীদের। ভগবানপুর ২ ব্লক বিজেপির নেতৃত্বে হয় এই মিছিল। ঘটনাস্থলে ছিলেন BJP-র বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি। যদিও শাসকদল তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেস্টা করছে।

Medinipur News : ‘যত নিন্দা করি তাও কম হবে’, অখিল মন্তব্যের কড়া সমালোচনা কেন্দ্রীয় মন্ত্রীর
বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি বলেন, “তৃণমূলের পোষা হার্মাদরা রোজ যারা বোমা, বন্দুক নিয়ে খেলা করে, তারাই আজ আমাদের উপর আক্রমণ করেছে। পুলিশের সামনেই এসব চলছে। এমনকি আমাদের মিছিলে অংশগ্রহণকারী মহিলাদের সঙ্গে অশ্লীল আচরণ করেছে। সর্বস্তরের চোর এরা। এখন এদের যাওয়ার সময় হয়ে এসেছে। তার আগে ভয় দেখানোর জন্য এসব করছে। আমাদের এসব করে ভয় দেখানো যাবে না।” ঘটনাটিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। তবে BJP-র মিছিলে আক্রমণের অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। গোলমালকে কেন্দ্র করে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়।

ঘটনার সূত্রপাত হয় গত শুক্রবার। রাষ্ট্রপতিকে নিয়ে রাজ্যের মন্ত্রী অখিল গিরির একটি মন্তব্যে বিতর্ক শুরু হয়। একটি ভাইরাল ফুটেজে অখিল গিরিকে বলতে শোনা যায়, “আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। তোমার রাষ্ট্রপতিকে কেমন দেখতে বাবা?” এই বক্তব্যের পরেই একাধিক মহলে তীব্র সমালোচনা শুরু হয়। রবিবার দিল্লির নর্থ অ্যাভিনিউ পুলিশ স্টেশনে অখিলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি। বাংলাতেও একাধিক থানায় অভিযোগ দায়ের হয়।

Akhil Giri On DraupadiMurmu :FIR করব’, রাষ্ট্রপতি সম্পর্কে তৃণমূল বিধায়কের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে সরব Sukanta Majmudar
এদিন চুঁচুড়া থানাতেও (Chuchura Police Station) অভিযোগ দায়ের করল BJP। BJP-র কেন্দ্র ও রাজ্য নেতৃত্ব এই মন্তব্যের চূড়ান্ত বিরোধিতা প্রকাশ করেন। রাজ্যে কংগ্রেস, বাম দলগুলিও এই মন্তব্যের চূড়ান্ত সমালোচনা করে। জেলায় জেলায় শুরু হয় BJP-র বিক্ষোভ মিছিল। বিতর্ক তৈরি হতেই নিজের ভুল স্বীকার করেন নেন অখিল গিরি। রাষ্ট্রপতিকে চিঠি লিখে ক্ষমা চাইবেন বলেও জানান রাজ্যের কারা মন্ত্রী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *