Rasgulla Price : জলের দরে মুখ মিষ্টি, মাত্র ৩ টাকায় পাতে রসগোল্লা! – sweet maker of howrah bagnan sell rasgulla for just 3 rupees


এমন অনেক মানুষ রয়েছেন যাঁদের শেষপাতে মিষ্টি না খেলে চলে না। আর অনুষ্ঠান বাড়ি হলে তো কোনও কথাই নেই। মিষ্টি সেখানে মাস্ট! তবে শুধুমাত্র অনুষ্ঠান বাড়িই বা কেন, যে কোনও শুভ কাজেও প্রয়োজন পড়ে মিষ্টির। আসলে বাঙালিদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যাঁরা মিষ্টি ছাড়া চলতেই পারেন না। মিষ্টির নাম শুনলেই তাঁদের জিভে জল চলে আসে। আর রসগোল্লা হলে তো কোনও কথাই নেই। গ্রাম থেকে শহর যে কোনও অনুষ্ঠানের শেষ পাতে রসগোল্লার জুড়ি মেলা ভার। তবে মূল্যবৃদ্ধির এই বাজারে এখন রসোগোল্লাও বড়ই দামি। কিন্তু, জানেন কি এমন জায়গা রয়েছে যেখানে এখনও ৩ টাকায় রসগোল্লা পাওয়া যায়!

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *