Supriya Dutta Raiganj: পরকীয়ার জেরেই খুন রায়গঞ্জের সুপ্রিয়া? এবার মুখ খুললেন বধূর স্বামী – raiganj news supriya dutta husband says his wife did not have much male friend


Supriya Dutta Muder Case রায়গঞ্জের রবীন্দ্রপল্লির বাসিন্দা সুপ্রিয়া দত্তের মৃত্যু নিয়ে ক্রমশ রহস্য ঘনাচ্ছে। ঘটনায় উঠে আসছে সুপ্রিয়ার এক বিশেষ বন্ধুর প্রসঙ্গও। রইল বিস্তারিত

 

West Bengal News
কী বললেন সুপ্রিয়ার স্বামী?

হাইলাইটস

  • রায়গঞ্জের (Raiganj) রবীন্দ্রপল্লির বাসিন্দা সুপ্রিয়া দত্তের (Supriya Dutta) হত্যা নিয়ে রহস্য ঘনাচ্ছে।
  • কি উদ্দেশ্যে খুন করা হল তাঁকে?
  • উঠে আসছে একাধিক প্রশ্ন।
West Bengal News: রায়গঞ্জের (Raiganj) রবীন্দ্রপল্লির বাসিন্দা সুপ্রিয়া দত্তের (Supriya Dutta) হত্যা নিয়ে রহস্য ঘনাচ্ছে। কি উদ্দেশ্যে খুন করা হল তাঁকে? উঠে আসছে একাধিক প্রশ্ন। একইসঙ্গে এই গৃহবধূ খুনের ঘটনায় সম্পর্কে ‘তৃতীয় ব্যক্তি’-র উপস্থিতি নিয়ে সন্দিহান পুলিশ। শুক্রবার প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান ছিল খুনের নেপথ্যে চুরির উদ্দেশ্য রয়েছে। কিন্তু, এরপর সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ছিনতাই তত্ত্ব আবছা হতে শুরু করেছে। উঠে আসছে কোচবিহার যোগ। যদিও এখনও তা স্পষ্ট নয়। ইতিমধ্যেই পুলিশের হাতে এসেছে একটি সিসিটিভি ফুটেজ। যেখানে একজন ব্যক্তিকে মাস্ক পরা অবস্থায় রবীন্দ্রপল্লির (Rabindra Palli) সেই গলি থেকে বেরিয়ে মূল রাস্তা ধরে এগিয়ে যেতে দেখা যায়। প্রাথমিক ভাবে এই ব্যক্তিকেই সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। কিন্তু কে এই ব্যক্তি? এই খুনের সঙ্গে তাঁর কী সম্পর্ক? একাধিক প্রশ্নের উত্তর হাঁতড়াচ্ছে পুলিশও।

Raiganj Murder: রায়গঞ্জে গৃহবধূ খুনের ঘটনায় পরিচিতের হাত, সিসিটিভিতে দেখা মিলল সন্দেহভাজনের
প্রসঙ্গত, সুপ্রিয়া দত্তের খুনের ঘটনায় বারবার উঠে এসেছে কোচবিহার জেলার চ্যাঙড়াবান্ধার এক বাসিন্দার নাম। সূত্রের খবর, ওই ব্যক্তি সুপ্রিয়ার বন্ধু ছিল। গোটা ঘটনায় তাঁর ভূমিকাও খতিয়ে দেখছে পুলিশ। এদিকে মাকে হারিয়ে শোকস্তব্ধ সুপ্রিয়ার ছেলে অনীক। সে বলে, “মা আমাকে অত্যন্ত ভালোবাসত। স্কুল থেকে বাড়ি ফিরে দেখেছিলাম দরজা হাট করে খোলা। কারও কোনও সাড়া শব্দ নেই।” এরপরেই মায়ের রক্তাক্ত দেহ দেখতে পায় সে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Raiganj News: ভর সন্ধ্যায় বাড়ি থেকে উদ্ধার গৃহবধূর গলার নলি কাটা দেহ, চাঞ্চল্য রায়গঞ্জে
এদিকে
র সোশ্যাল মিডিয়ায় একাধিক প্রোফাইল রয়েছে। সেই প্রোফাইলগুলির দিকেও নজর দিচ্ছে পুলিশ। অন্যদিকে, সুপ্রিয়ার স্বামী দেবাশিস দত্ত বলেন, “আমার মনে হচ্ছে মূলত চুরির উদ্দেশ্য ছিল। পুলিশ তদন্ত করছে। আমার স্ত্রী আগাগোড়া গৃহবধূ। সংসারের প্রয়োজন ছাড়া কোনওভাবেই বাইরে বার হতেন না।” কোচবিহারে কোন ব্যক্তির সঙ্গে সুপ্রিয়া দেবী কোন সম্পর্ক ছিল কিনা তা তার জানা নেই তাঁর, স্পষ্ট দাবি করেন সুপ্রিয়ার স্বামী। স্ত্রীর বিরুদ্ধে কোনও নেতিবাচক ধারনা তিনি পোষণ করছেন না বলেই জানান। পাশাপাশি সুপ্রিয়ার পরিচিতির গন্ডি অত্যন্ত সীমিত ছিল বলে মন্তব্য দেবাশিসের। এদিকে ঘটনার প্রেক্ষিতে সমস্ত দিকগুলি বিবেচনা করে দেখা হচ্ছে। জেলা পুলিশ সুপার মহঃ সানা আখতার বলেন, “তদন্ত চলছে। তদন্তের খাতিরেই এখনই কিছু বলা সম্ভব নয়। দ্রুত অপরাধীকে গ্রেফতার করবে পুলিশ, আশ্বাস দিয়েছেন তিনি।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *