Supriya Dutta Muder Case রায়গঞ্জের রবীন্দ্রপল্লির বাসিন্দা সুপ্রিয়া দত্তের মৃত্যু নিয়ে ক্রমশ রহস্য ঘনাচ্ছে। ঘটনায় উঠে আসছে সুপ্রিয়ার এক বিশেষ বন্ধুর প্রসঙ্গও। রইল বিস্তারিত

হাইলাইটস
- রায়গঞ্জের (Raiganj) রবীন্দ্রপল্লির বাসিন্দা সুপ্রিয়া দত্তের (Supriya Dutta) হত্যা নিয়ে রহস্য ঘনাচ্ছে।
- কি উদ্দেশ্যে খুন করা হল তাঁকে?
- উঠে আসছে একাধিক প্রশ্ন।
প্রসঙ্গত, সুপ্রিয়া দত্তের খুনের ঘটনায় বারবার উঠে এসেছে কোচবিহার জেলার চ্যাঙড়াবান্ধার এক বাসিন্দার নাম। সূত্রের খবর, ওই ব্যক্তি সুপ্রিয়ার বন্ধু ছিল। গোটা ঘটনায় তাঁর ভূমিকাও খতিয়ে দেখছে পুলিশ। এদিকে মাকে হারিয়ে শোকস্তব্ধ সুপ্রিয়ার ছেলে অনীক। সে বলে, “মা আমাকে অত্যন্ত ভালোবাসত। স্কুল থেকে বাড়ি ফিরে দেখেছিলাম দরজা হাট করে খোলা। কারও কোনও সাড়া শব্দ নেই।” এরপরেই মায়ের রক্তাক্ত দেহ দেখতে পায় সে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিকে
র সোশ্যাল মিডিয়ায় একাধিক প্রোফাইল রয়েছে। সেই প্রোফাইলগুলির দিকেও নজর দিচ্ছে পুলিশ। অন্যদিকে, সুপ্রিয়ার স্বামী দেবাশিস দত্ত বলেন, “আমার মনে হচ্ছে মূলত চুরির উদ্দেশ্য ছিল। পুলিশ তদন্ত করছে। আমার স্ত্রী আগাগোড়া গৃহবধূ। সংসারের প্রয়োজন ছাড়া কোনওভাবেই বাইরে বার হতেন না।” কোচবিহারে কোন ব্যক্তির সঙ্গে সুপ্রিয়া দেবী কোন সম্পর্ক ছিল কিনা তা তার জানা নেই তাঁর, স্পষ্ট দাবি করেন সুপ্রিয়ার স্বামী। স্ত্রীর বিরুদ্ধে কোনও নেতিবাচক ধারনা তিনি পোষণ করছেন না বলেই জানান। পাশাপাশি সুপ্রিয়ার পরিচিতির গন্ডি অত্যন্ত সীমিত ছিল বলে মন্তব্য দেবাশিসের। এদিকে ঘটনার প্রেক্ষিতে সমস্ত দিকগুলি বিবেচনা করে দেখা হচ্ছে। জেলা পুলিশ সুপার মহঃ সানা আখতার বলেন, “তদন্ত চলছে। তদন্তের খাতিরেই এখনই কিছু বলা সম্ভব নয়। দ্রুত অপরাধীকে গ্রেফতার করবে পুলিশ, আশ্বাস দিয়েছেন তিনি।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ