Suvendu Adhikari : নন্দীগ্রামে তৃণমূলের শহিদ মঞ্চে আগুন! শুভেন্দু সহ ২২ বিজেপি নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের – case file against 22 bjp leader including suvendu adhikari in nandigram


Nandigram News : নন্দীগ্রামে তৃণমূলের সভামঞ্চে আগুন লাগানোর ঘটনায় বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল। এই ঘটনায় নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী সহ ২২ জন বিজেপি কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

 

হাইলাইটস

  • নন্দীগ্রামে তৃণমূলের সভামঞ্চে আগুন লাগানোর ঘটনায় বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল
  • শুভেন্দু অধিকারী সহ ২২ জন বিজেপি কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের
  • মেঘনাদ পাল নামে এক বিজেপি নেতার বাড়িতে অভিযান চালায় পুলিশ
West Bengal News : নন্দীগ্রামে তৃণমূলের (TMC) সভামঞ্চ নিয়ে বিতর্ক যেন কিছুতেই থামছে না। সভামঞ্চে আগুন লাগানোর ঘটনায় বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল। এমনকী, এনিয়ে ওই সভামঞ্চের সামনে বসে বিক্ষোভও দেখিয়েছেন তৃণমূল কর্মী সমর্থকরা (TMC Worker)। যদিও মঞ্চ পোড়ানোর অভিযোগ অস্বীকার করেছে বিজেপি (BJP) নেতৃত্ব। এদিকে এরই মধ্যে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সহ ২২ জন বিজেপি কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল। শনিবার শুভেন্দু সহ ২১ জনের নামে পুলিশের অভিযোগ দায়ের হয়েছে। সেই অভিযোগ পেয়ে নন্দীগ্রামের বিজেপি নেতা তথা তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মেঘনাদ পালের বাড়িতে অভিযান চালায় পুলিশ। তবে সার্চ ওয়ারেন্ট ছাড়া বাড়িতে তল্লাশি চালাতে যাওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মেঘনাদের পরিবার। Nandigram News : ‘ওদের ধস নামছে’, নন্দীগ্রামে TMC-র সভামঞ্চ পোড়ানো নিয়ে BJP-কে কটাক্ষ কুণালের
কাদের বিরুদ্ধে FIR হয়েছে?
পুলিশের কাছে যে অভিযোগ জমা পড়েছে তাতে শুভেন্দুর পাশাপাশি নাম রয়েছে বিজেপি নেতা দেবাশিস দাস, স্বদেশ রঞ্জন অধিকারী, শ্যামাপদ মাইতি সহ আরও অনেকের। এরা সকলেই নন্দীগ্রামের মহেশপুর, গোকুলনগর,পারুলবাড়ি, শিমুলকুণ্ডু, জামবাড়ী, কালীচরনপুর, মহেশপুর এবং হরিপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও অভিযুক্তকে গ্রেফতার করেনি পুলিশ। Nandigram: “কাকে পাঠিয়েছেন ?” কুণালকে নিশানা শুভেন্দুর, দিনভর বাগযুদ্ধে সরগরম নন্দীগ্রাম
মেঘনাদ পালের বাড়িতে অভিযান
নন্দীগ্রাম থানার পুলিশ বাহিনী মেঘনাদের বাড়িতে গেলে সার্চ ওয়ারেন্ট ছাড়া কেন তাঁরা বাড়িতে তল্লাশি চালাতে চান সেই প্রশ্ন তোলেন মেঘনাদের পরিবারের সদস্যরা। সেই সময় পুলিশ জানায়, সার্চ ওয়ারেন্ট না থাকলেও মেঘনাদের বিরুদ্ধে একটি এফআইআর হয়েছে। তারই তদন্তে মেঘনাদকে জিজ্ঞাসাবাদ করতে চায় তারা। যদিও মেঘনাদকে না পেয়ে ফিরে যায় পুলিশ। Nandigram News : স্মৃতিতে রক্তাক্ত নন্দীগ্রাম, শহিদ দিবস ঘিরে সরগরম দুই শিবির
ঠিক কী হয়েছিল নন্দীগ্রামে?
প্রসঙ্গত, গত ১০ নভেম্বর নন্দীগ্রামের গোকুল নগরে করপল্লিতে আলাদা ভাবে শহিদ দিবস পালন করে তৃণমূল ও বিজেপি। রাতে তৃণমূলের শহিদ মঞ্চে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। এই ঘটনায় নন্দীগ্রামের ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির গোকুলনগর অঞ্চল সভাপতি সীতারাম করণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তদের তালিকায় বিজেপির জেলা সাধারণ সম্পাদক মেঘনাদ পাল, অশোক করণ, স্বদেশ দাস অধিকারী, মণ্ডল সভাপতি শ্যামাপ্রসাদ মাইতি, সহ সভাপতি দেবাশিস দাসের নাম রয়েছে। অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুরের পর থেকেই নন্দীগ্রাম থানার পুলিশ একাধিক দলে ভাগ হয়ে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করে। মঞ্চ পোড়ানোর ঘটনায় জড়িতদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতারের সময়সীমা বেঁধে দিয়েছে তৃণমূল।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *