Bhangar TMC Leader : বেলাগাম ভাঙড়ের তৃণমূল নেতা (TMC Leader)। শনিবার কর্মিসভায় তৃণমূল প্রধান মোদাস্সর হোসেন দাবি করেন, পঞ্চায়েতে (Panchayat Election) ভয়ংকর পরিস্থিতি তৈরি হবে। তাই বিরোধীদের ঠেকাতে ‘পাঠ’ দিলেন ভাঙড়ের তৃণমূল নেতার।
হাইলাইটস
- পঞ্চায়েত নির্বাচনের আগে বেলাগাম ভাঙড়ের তৃণমূল নেতা
- বিরোধীদের মারধরের দাওয়াই বাতলে দিয়েছেন ভোগালি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান
- বিরোধীদের মাথায় না মেরে হাঁটুতে মারার নিদান দিয়েছেন তৃণমূল নেতা
ঠিক কী বলেছিলেন তৃণমূল নেতা?
শনিবার ভোগালি গ্রামে এক কর্মিসভার আয়োজন করা হয়েছিল। সেখানে ভোগালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোদাস্সরকে বলতে শোনা যায়, “এলাকায় ISF রাতে খানা, ডোবার ধারে বৈঠক করছে। তাদের ধরতে হবে। সব জায়গায় নজর রাখতে হবে। প্রত্যেক ২টি বুথ পিছু একটা করে কমিটি তৈরি করতে হবে। কমিটিতে থাকবে ২০ থেকে ৪০ জন ছেলে। কোথাও ওরা বৈঠক করছে শুনলেই চেপে ধরতে হবে। কয়েক জায়গায় চেপে ধরলে ওদের বৈঠক করা বন্ধ হয়ে যাবে।” এরপরই দলের কর্মীদের বিরোধীদের মারধরের দাওয়াই বাতলে দেন তিনি। বলেন, “হাঁটুতে মারবে। মাথায় মারলে মাথা ফেটে রক্ত বেরোবে। রক্ত বেরোলে পুলিশ মামলা করবে। সেটা কি জানো না? যে ভাবে বলছি সে ভাবে চলবে।” এর আগেও একাধিক বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে এসেছিলেন তিনি। আর ফের একবার বিরোধীদের মারার নিদান দিয়ে বিতর্কে জড়ালেন।
বিতর্কিত মন্তব্য অব্যাহত
পঞ্চায়েত ভোটের আগে নেতাদের মুখে বিতর্কিত মন্তব্য অব্যাহত। দিলীপ ঘোষের (Dilip Ghosh) গাড়ি রোলার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। বিরোধীদেরও গাড়ি রাস্তায় মিশিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন তিনি। কোচবিহারের দিনহাটার সভা থেকে দিলীপ ঘোষকে আক্রমণ করে উদয়ন বলেছিলেন, তিনি বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষকে বলতে শুনেছেন তৃণমূলের কোনও নেতা কর্মী ওঁর গাড়ির সামনে এলে নাকি গুঁড়িয়ে দেবেন। আর এনিয়ে উদয়ন বলেছিলেন, “তৃণমূলের নেতা-কর্মীরা তো আর এমনি এমনি যাবে না, রোলার নিয়ে যাবে। গাড়ি সমেত গুঁড়িয়ে দেওয়া হবে।” আর এবার বিরোধীদের মারার নিদান দিলেন তৃণমূল নেতা।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ