poulomi.nath | EiSamay.Com | Updated: 13 Nov 2022, 8:38 pm
সব ধারাবাহিককে পিছনে ফেলে TRP তালিকায় সবার উপরে উঠে এল ধূলোকণা (Dhulokona)। লালান ফুলঝুড়ি যে সবার মন জয় করে নিয়েছে তা আর বলার অপেক্ষা রাখেনা। ধারাবাহিকের এমন সাফল্যে বেজায় খুশি লালন-ফুলঝুড়ি।