মোট ৩৫টি শিশুকে এদিন টয় ট্রেনে রংটং (Toy Train Service) নিয়ে যাওয়া হয় শিলিগুড়ি (Siliguri) জংশন থেকে৷ এদের ঘোরানোর ব্যবস্থা করার পাশাপাশি খাওয়া-দাওয়ারও ব্যবস্থা করা হয় স্বেচ্ছাসেবী সংগঠনটির পক্ষ থেকে৷ উপস্থিতি ছিলেন রেলের DRM ও৷ এই ধরনের একটি কর্মসূচিতে উচ্ছ্বসিত শিশুরা৷ টয় ট্রেনে চেপে শিলিগুড়ি থেকে রংটং পর্যন্ত ঘুরে ভীষণ আনন্দিত হয় শিশুরা৷ সঙ্গে নানা ধরনের খাবার পেয়েও উৎফুল্ল হয় শিশুরা।
ইউনিক ফাউন্ডেশনের কর্মকর্তা অনুপ বসু বলেন, ‘‘ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী (Prime Minister) পণ্ডিত জহরলাল নেহরুর জন্মদিন উপলক্ষে এই শিশু দিবস পালন করা হয়৷ আমরা প্রতিবছরই এই দিনটি পালন করি৷ আমরা এদিনটি বিশেষভাবে পালন করার উদ্যোগ নিয়েছিলাম৷ মোট ৩৫ জন শিশুকে আমরা শিলিগুড়ি জংশন থেকে রংটং পর্যন্ত নিয়ে যাই দার্জিলিং হিমালয়ান রেলওয়ের সাহায্যে৷’’ তিনি আরও বলেন, ‘‘আমরা চাই এসব শিশুরা সমাজের মূল স্রোতে ফিরে আসুক৷ আমাদের সঙ্গেই বাস করুক৷ এদের সাফল্য কামনা করি৷ এদের বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ফের এখানে ফিরে আসব৷ খাওয়া-দাওয়ারও ব্যবস্থা করেছি৷ রেলের DRM আসেন৷’’ এদিন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরাও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে৷
প্রসঙ্গত, সোমবার ১৪ নভেম্বর দেশজুড়ে পালিত হয় শিশু দিবস। এই দিনেই জন্মেছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহরু (Jawaharlal Nehru)। শিশুদের অত্যন্ত প্রিয় ছিলেন তিনি। শিশুদের জন্য নানা উদ্যোগও নিয়েছিলেন ‘চাচাজি’ বলেই পরিচিত জহরলাল নেহরু। তাঁকে শ্রদ্ধা জানাতেই ১৪ নভেম্বর দেশজুড়ে শিশু দিবস পালন করা হয়।