Children’s Day : শিশু দিবসে বিশেষ ক্ষমতা সম্পন্ন খুদেদের জন্য টয় ট্রেনের জয় রাইডের ব্যবস্থা শিলিগুড়িতে – toy train ride organized for special children in siliguri on children s day


West Bengal News : শিশু দিবস উপলক্ষে সোমবার রাজ্যজুড়ে দিনভর নানা অনুষ্ঠান পালিত হয়। সেই তালিকায় ছিল শিলিগুড়িও (Siliguri)৷ শিলিগুড়িতে শিশু দিবসে অভিনব উদ্যোগ নেওয়া হয় এক স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে। এই দিনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য টয় ট্রেন (Toy Train) সফরের আয়োজন করা হয়। সোমবার শিলিগুড়ি জংশন থেকে রংটং স্টেশন অবধি টয় ট্রেন সফরের আয়োজন করা হয়েছিল। টিকিটের মূল্যেও ছাড়ের ব্যবস্থা করেছিল রেল৷ রংটং থেকে ফের জংশন হয়ে ফিরে আসে ট্রেনটি। পাশাপাশি রেলের তরফেও শিশুদের জন্য টিকিটের মূল্যে ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়। এদিন ইউনিক ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য এই সফরের উদ্যোগ নেওয়া হয়৷

Darjeeling: রাতে টয় ট্রেন সফর সহ একাধিক অনুষ্ঠান! পাহাড়ে এবার বিশেষ শীতকালীন ফেস্টিভ্যাল
মোট ৩৫টি শিশুকে এদিন টয় ট্রেনে রংটং (Toy Train Service) নিয়ে যাওয়া হয় শিলিগুড়ি (Siliguri) জংশন থেকে৷ এদের ঘোরানোর ব্যবস্থা করার পাশাপাশি খাওয়া-দাওয়ারও ব্যবস্থা করা হয় স্বেচ্ছাসেবী সংগঠনটির পক্ষ থেকে৷ উপস্থিতি ছিলেন রেলের DRM ও৷ এই ধরনের একটি কর্মসূচিতে উচ্ছ্বসিত শিশুরা৷ টয় ট্রেনে চেপে শিলিগুড়ি থেকে রংটং পর্যন্ত ঘুরে ভীষণ আনন্দিত হয় শিশুরা৷ সঙ্গে নানা ধরনের খাবার পেয়েও উৎফুল্ল হয় শিশুরা।

ICDS Centre : গোয়ালঘরে চলছে পড়াশোনা! পোকা ভর্তি খাবার দেওয়ার অভিযোগ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিরুদ্ধে
ইউনিক ফাউন্ডেশনের কর্মকর্তা অনুপ বসু বলেন, ‘‘ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী (Prime Minister) পণ্ডিত জহরলাল নেহরুর জন্মদিন উপলক্ষে এই শিশু দিবস পালন করা হয়৷ আমরা প্রতিবছরই এই দিনটি পালন করি৷ আমরা এদিনটি বিশেষভাবে পালন করার উদ্যোগ নিয়েছিলাম৷ মোট ৩৫ জন শিশুকে আমরা শিলিগুড়ি জংশন থেকে রংটং পর্যন্ত নিয়ে যাই দার্জিলিং হিমালয়ান রেলওয়ের সাহায্যে৷’’ তিনি আরও বলেন, ‘‘আমরা চাই এসব শিশুরা সমাজের মূল স্রোতে ফিরে আসুক৷ আমাদের সঙ্গেই বাস করুক৷ এদের সাফল্য কামনা করি৷ এদের বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ফের এখানে ফিরে আসব৷ খাওয়া-দাওয়ারও ব্যবস্থা করেছি৷ রেলের DRM আসেন৷’’ এদিন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরাও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে৷

North 24 Parganas News : অবহেলায় পড়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভিটে! সরকারি হস্তক্ষেপের আর্জি
প্রসঙ্গত, সোমবার ১৪ নভেম্বর দেশজুড়ে পালিত হয় শিশু দিবস। এই দিনেই জন্মেছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহরু (Jawaharlal Nehru)। শিশুদের অত্যন্ত প্রিয় ছিলেন তিনি। শিশুদের জন্য নানা উদ্যোগও নিয়েছিলেন ‘চাচাজি’ বলেই পরিচিত জহরলাল নেহরু। তাঁকে শ্রদ্ধা জানাতেই ১৪ নভেম্বর দেশজুড়ে শিশু দিবস পালন করা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *