Cooch Behar News : ঐতিহ্যশালী কোচবিহারের রাস মেলায় (Cooch Behar Rash Mela) হকার, ব্যবসায়ীদের অসন্তোষ। বিষয়টি নিয়ে পুরসভার হস্তক্ষেপেও সমস্যা মেটেনি বলে দাবি ব্যবসায়ীদের। তবে রাস্তা জুড়ে হকারদের বসতে দিতে নারাজ প্রশাসনও।
হাইলাইটস
- কোচবিহারের রাস মেলায় ব্যবসায়ীদের অসন্তোষ।
- বিষয়টি নিয়ে পুরসভার হস্তক্ষেপেও সমস্যা মেটেনি বলে দাবি ব্যবসায়ীদের।
- রাস্তা জুড়ে হকারদের বসতে দিতে নারাজ প্রশাসনও।
তবে পুরসভার বক্তব্য, এই হকাররা মূলত মদনমোহন বাড়ি থেকে আসা প্রধান রাস্তার মাঝখানে চৌকি, খাট পেতে দোকান দেয়। প্রশাসনিক নিরাপত্তার কারণে এভাবে রাস্তার মাঝখানে দোকান দেওয়ার অনুমতি দিতে নারাজ পুলিশ। অনুমতি দিতে রাজি নয় পুরসভাও। বিষয়টি নিয়ে পুরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ” রাস্তার মাঝখান দোকান দিলে প্রচুর লোকের অসুবিধা হয়। যানজট তৈরি হয়। সে কারণে কোনওভাবে ওখানে দোকানের অনুমতি দেওয়া যাবে না। আমরা অনুরোধ করছি, ওঁরা রাস্তার ধারে যে কোনও জায়গায় দোকান দিয়ে বসুক।”
গত ৮ নভেম্বর শুরু হয় কোচবিহার রাস উৎসব (Cooch Behar Rash Mela) ৷ কোচবিহার মদনমোহন বাড়িতে রাসচক্র ঘুরিয়ে উৎসবের সূচনা করেন কোচবিহারের জেলাশাসক Pawan Kumar Kadian। এরপর থেকেই সাধারণ দর্শকদের জন্য খুলে দেওয়া হয় মদনমোহন বাড়ির দরজা। আগে রাজা এই রাস চক্র ঘুরিয়ে রাস উৎসবের শুভ সূচনা করতেন।
বর্তমান কালে পদাধিকার বলে জেলা শাসক রাস চক্র ঘুরিয়ে মেলার উদ্বোধন করেন। কথিত আছে, ১৮১২ সালে মহারাজা হরেন্দ্র নারায়ণ ভেটাগুড়িতে রাস পূর্ণিমার দিন বিশেষ পুজো দিয়ে রাজ প্রাসাদে প্রবেশ করেন। পরবর্তী কালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ বৈরাগীদীঘির কাছে মদন মোহন মন্দির নির্মাণ করেন। তারপর থেকেই নিয়মিত রাস উৎসব পালন হয়ে আসছে। এই মেলাকে কেন্দ্র করে প্রচুর মানুষের সমাগম হয় মেলায়।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ