Cooch Behar Rash Mela 2022 : হকার বসতে দিতে নারাজ প্রশাসন, রাস মেলায় ঘিরে অসন্তোষ – hawkers protest for not getting permission to open shop at cooch behar rash mela


Produced by Suman Majhi | Lipi | Updated: 14 Nov 2022, 6:42 pm

Cooch Behar News : ঐতিহ্যশালী কোচবিহারের রাস মেলায় (Cooch Behar Rash Mela) হকার, ব্যবসায়ীদের অসন্তোষ। বিষয়টি নিয়ে পুরসভার হস্তক্ষেপেও সমস্যা মেটেনি বলে দাবি ব্যবসায়ীদের। তবে রাস্তা জুড়ে হকারদের বসতে দিতে নারাজ প্রশাসনও।

 

Hawkers Protest
Hawkers Protest : হকার বিক্ষোভ

হাইলাইটস

  • কোচবিহারের রাস মেলায় ব্যবসায়ীদের অসন্তোষ।
  • বিষয়টি নিয়ে পুরসভার হস্তক্ষেপেও সমস্যা মেটেনি বলে দাবি ব্যবসায়ীদের।
  • রাস্তা জুড়ে হকারদের বসতে দিতে নারাজ প্রশাসনও।
ঐতিহ্যশালী কোচবিহারের রাস মেলায় (Cooch Behar Rash Mela) হকার, ব্যবসায়ীদের অসন্তোষ। মেলায় বসতে না দেওয়া নিয়ে অসন্তোষ ব্যবসায়ীদের একাংশের। মেলায় বসতে না দেওয়ার প্রতিবাদে সোমবার বিক্ষোভ দেখায় ব্যবসায়ীরা। বিষয়টি নিয়ে পুরসভার হস্তক্ষেপেও সমস্যা মেটেনি বলে দাবি ব্যবসায়ীদের। তবে রাস্তা জুড়ে হকারদের বসতে দিতে নারাজ প্রশাসনও।স্থানীয় সূত্রে খবর, রাস মেলায় দোকান না নিয়ে বসতে পারায় বিক্ষোভ দেখায় কিছু হকার ব্যবসায়ীরা। এদিন রাস মেলার মাঝখানে কোচবিহার জেনকিনস স্কুল মোড়ে তাঁরা বিক্ষোভ বসেন। তাঁদের অভিযোগ, দীর্ঘ ১৫ বছর ধরে তাঁরা রাসমেলা হকারী ব্যবসা করে আসছে। মেলার মাঝখানে যে রাস্তা, সেই রাস্তার উপর তাঁরা দোকান দেন। তবে এই বছর গত ৮ তারিখে মেলার শুভ উদ্বোধন। সেই দিন প্রশাসনের পক্ষ থেকে তাঁদের দোকান না দেওয়ার অনুরোধ জানানো হয়। তারপরে তাঁরা পুরসভার চেয়ারম্যানের (Chairman) কাছে গিয়ে তাঁদের দোকান অনুমতি দেওয়ার জন্য আবেদন জানান। কিন্তু, পুরসভার পক্ষ থেকেও তাঁদের কোনওরকম অনুমতি না দেওয়ায় তাঁরা সোমবার দুপুর দুটোর পর থেকে দোকান খুলে বসেন। এরপরও তাঁদের দোকান তুলে দেওয়া হলে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা।

Mamata Banerjee : ‘রাস উৎসব দেখতেই এখানে আসা’, গোস্বামী বাড়িতে পুজো দিয়ে বললেন মমতা
তবে পুরসভার বক্তব্য, এই হকাররা মূলত মদনমোহন বাড়ি থেকে আসা প্রধান রাস্তার মাঝখানে চৌকি, খাট পেতে দোকান দেয়। প্রশাসনিক নিরাপত্তার কারণে এভাবে রাস্তার মাঝখানে দোকান দেওয়ার অনুমতি দিতে নারাজ পুলিশ। অনুমতি দিতে রাজি নয় পুরসভাও। বিষয়টি নিয়ে পুরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ” রাস্তার মাঝখান দোকান দিলে প্রচুর লোকের অসুবিধা হয়। যানজট তৈরি হয়। সে কারণে কোনওভাবে ওখানে দোকানের অনুমতি দেওয়া যাবে না। আমরা অনুরোধ করছি, ওঁরা রাস্তার ধারে যে কোনও জায়গায় দোকান দিয়ে বসুক।”

Shantipur Rash Yatra : ভাঙা রাস থেকে শান্তিপুরকে বিরোধী শূন্য করার ডাক বিধায়কের!
গত ৮ নভেম্বর শুরু হয় কোচবিহার রাস উৎসব (Cooch Behar Rash Mela) ৷ কোচবিহার মদনমোহন বাড়িতে রাসচক্র ঘুরিয়ে উৎসবের সূচনা করেন কোচবিহারের জেলাশাসক Pawan Kumar Kadian। এরপর থেকেই সাধারণ দর্শকদের জন্য খুলে দেওয়া হয় মদনমোহন বাড়ির দরজা। আগে রাজা এই রাস চক্র ঘুরিয়ে রাস উৎসবের শুভ সূচনা করতেন।

Suvendu Adhikari : রাস উৎসবের মধ্যেই মুখ্যমন্ত্রীর নবদ্বীপ সফর, কটাক্ষ শুভেন্দু অধিকারীর
বর্তমান কালে পদাধিকার বলে জেলা শাসক রাস চক্র ঘুরিয়ে মেলার উদ্বোধন করেন। কথিত আছে, ১৮১২ সালে মহারাজা হরেন্দ্র নারায়ণ ভেটাগুড়িতে রাস পূর্ণিমার দিন বিশেষ পুজো দিয়ে রাজ প্রাসাদে প্রবেশ করেন। পরবর্তী কালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ বৈরাগীদীঘির কাছে মদন মোহন মন্দির নির্মাণ করেন। তারপর থেকেই নিয়মিত রাস উৎসব পালন হয়ে আসছে। এই মেলাকে কেন্দ্র করে প্রচুর মানুষের সমাগম হয় মেলায়।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *