CPIM Farmers Union : পাখির চোখ পঞ্চায়েত ভোট, বাঁকুড়ায় CPIM -র জাঠা – bankura cpim farmers union organized a jatha march in bankura on multiple issues ahead panchayat election


নজরে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)৷ আর সেই লক্ষ্যেই বামেরা পঞ্চায়েত নির্বাচনের আগে একাধিক ইস্যু নিয়ে বাঁকুড়ার ময়দানে নেমেছে৷ একাধিক ইস্যুতে বাঁকুড়া (Bankura) জেলা জুড়ে CPIM র গণ সংগঠন খেতমজুর ইউনিয়নের (Farmers Union) উদ্যোগে জাঠা মিছিল শুরু হয়েছে। পঞ্চায়েতে দুর্নীতি, ১০০ দিনের কাজ, মজুরি বৃদ্ধি, স্বচ্ছ-পরিচ্ছন্ন পঞ্চায়েত, ধর্মে ধর্মে বিভেদ মুক্ত করে ঐক্য স্থাপনের দাবি জানিয়েছে তারা৷ জানা গিয়েছে, নভেম্বর মাস জুড়ে এই কর্মসূচি পালিত হবে৷ এই কর্মসূচিতে বিভিন্ন দিন জেলার শীর্ষ CPIM নেতারা অংশ নিচ্ছেন বলেই জানা গিয়েছে৷ তাতেই রাজনৈতিক কারবারিরা বলতে শুরু করেছেন, এবার CPIM পণ করেছে বিনা যুদ্ধে জমি ছেড়ে দেবে না তারা৷ ফলে মাটি কামড়ে ফের তারা লড়াইয়ের আসরে নেমে পড়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল৷

Sabina Yasmin : ‘পঞ্চায়েতে তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের লড়াই হবে’, বিস্ফোরক সাবিনা
জানা গিয়েছে, বাঁকুড়ার ১৯০টি গ্রাম পঞ্চায়েতের প্রতিটিতেই জাঠা পৌঁছবে৷ পঞ্চায়েত বিভিন্ন দুর্নীতি, ১০০ দিনের কাজ সংক্রান্ত ইস্যু নিয়ে মানুষের কাছে যাচ্ছে তারা৷ তাঁদের দাবি, মানুষের ভালো সাড়াও মিলছে৷ পঞ্চায়েত নির্বাচনে মানুষই ঠিক করবে কারা থাকবে৷ মানুষ চাইলেই ‘লুটেরা’দের সরিয়ে জনগণের পঞ্চায়েত হবে বলেই দাবি CPIM র বাঁকুড়া জেলা সম্পাদক অজিত পতির৷

Trinamool Congress: আবর্জনার স্তূপে তৃণমূলের পতাকা! শোরগোল মালদায়
এবিষয়ে CPIM র বাঁকুড়া জেলা সম্পাদক অজিত পতি বলেন, ‘‘এটা এই মুহূর্তে ভীষণ কার্যকরী৷ দুর্নীতিমুক্ত বাংলা গড়তে পঞ্চায়েত নির্বাচনই আসল৷ এখানেই মানুষ ঠিক করে এটা জনগণের পঞ্চায়েত হবে, নাকি লুটেরাদের হবে৷ মানুষ যদি মনে করে লুটেরাদের পঞ্চায়েত পরিবর্তন করে জনগণের পঞ্চায়েত করা যাবে, তাহলে আগামী নির্বাচনের আগে নিশ্চিতভাবে এটাতে একটা বড় প্রভাব পড়বে৷ এই কর্মসূচি শুধু বাঁকুড়া জেলায় নয়, সারা রাজ্যে চলছে৷’’ ফলে এর একটা ইতিবাচক প্রভাব রাজ্যজুড়ে পড়বে বলেই দাবি তাঁর।

South 24 Parganas News : বাড়িতে হামলার অভিযোগ জানাতে গিয়ে গ্রেফতার CPIM পঞ্চায়েত সদস্যার স্বামী! শোরগোল সোনারপুরে
১০০ দিনের বকেয়া কাজ নিয়ে অজিত পতি বলেন, ‘‘রাজ্যে ১০০ দিনের কাজ বন্ধ, কিন্তু লুটেরাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে কেন্দ্রীয় সরকার গরিব মানুষকে বঞ্চিত করে পুরো প্রকল্পটাই বন্ধ করে দিয়েছে। এমনকি গ্রামসভার বৈঠক হয় না, মানুষকে কিছুই জানানো হচ্ছে না। এর পরিবর্তন দরকার।’’ সাধারণ মানুষের স্বার্থে তাঁরা আন্দোলনে নেমেছেন বলে তিনি জানান। ফলে পঞ্চায়েত নির্বাচনের আগে CPIM ফের ময়দানে নেমেছে তা বলাই বাহুল্য৷ রাজনীতির অন্দরে ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে CPIM র গণ সংগঠন খেতমজুর ইউনিয়নের উদ্যোগে জাঠা মিছিল৷



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *