Diabetes Symptoms : কলকাতার ২৫%মানুষ ডায়াবিটিক : সমীক্ষা – according to survey report one fourth people of kolkata have diabetes


এই সময়: প্রতি চার-পাঁচ জনের মধ্যে একজনের হাই ব্লাড সুগার। খাস কলকাতার ১২ নম্বর বরোয় মাত্র ৩৫০০ জন নাগরিকের উপর সমীক্ষা চালিয়ে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের দাবি, সেখানকার জনসংখ্যার ২৩% মানুষই ডায়াবিটিসের শিকার। এবং এঁদের মধ্যে ৪৬% মানুষ জানেনই না যে তিনি এই অসুখে ভুগছেন! আক্রান্তদের অর্ধেকেরই আবার কোনও ‘ফ্যামিলি হিস্ট্রি’ও নেই। বিশেষজ্ঞদের সন্দেহ, বাইপাস লাগোয়া এই ১২ নম্বর বরোর ছবিটা দেখা যাবে মহানগরের প্রায় সর্বত্রই।সমীক্ষাটি করেছে Diabetes Awareness and You(ডে) নামের একটি অসরকারি সংস্থা। চলতি বছরের ১ মার্চ থেকে ১০ নভেম্বর পর্যন্ত ওই এলাকার ২৫-৭০ বছর বয়সসীমার মানুষের র‍্যান্ডম ব্লাডসুগার পরীক্ষা করে হয়েছে সমীক্ষার কাজ। তাতে দেখা গিয়েছে, ২৩% নাগরিকের Diabetes -এ ভোগার পাশাপাশি অন্তত ১৭% মানুষ প্রি-ডায়াবিটিক অবস্থায় রয়েছে। অর্থাৎ, আগামী দিনে যে কোনও সময়ে তাঁদের একটা বড় অংশও ডায়াবিটিস রোগীতে পরিণত হবেন।

World Diabetes Day 2022: অজান্তেই শরীরের বিভিন্ন অঙ্গের সাংঘাতিক ক্ষতি করে ডায়াবিটিস, জানলে বাঁচবে প্রাণ
ডে-র সহ-সভাপতি, ডায়াবিটিস বিশেষজ্ঞ সুজয় মজুমদার বলছেন, ‘গোটা কলকাতা শহরের ক্ষেত্রে এই প্রবণতা ধরে নিলে আমাদের আশঙ্কা যে, খুব তাড়াতাড়ি হয়তো কলকাতা ভরে যাবে ডায়াবিটিসে। এবং ডায়াবিটিসের জেরে জন্ম নেওয়া নানা শারীরিক জটিলতার চিকিৎসা আমাদের স্বাস্থ্য ব্যবস্থার কাছেও একটা বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে। কেননা, ভারত যেমন দুনিয়ার ডায়াবিটিস রাজধানী হয়ে উঠছে, তেমনই কলকাতারও আগামী দিনে দেশের ডায়াবিটিস রাজধানী হয়ে ওঠার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।’ তিনি জানান, আরও স্পষ্ট ছবির জন্য তাঁরা মোট ১০ হাজার উপর সমীক্ষাটি বাড়ানোর কাজ করছেন।

Cumin Water Benefits: জিরে জল খেলেই পেটের হজম ক্ষমতা বাড়ে কয়েকগুণ, জানুন আরও অবাক করা উপকার
Apple Side Effects: যতই মনে হোক, বেশি আপেল ভুলেও খাবেন না! ক্ষতি জানলে মাথায় উঠবে হাত
শারীরিক জটিলতা নিয়ে বিশেষজ্ঞদের আশঙ্কার কারণ হলো, এই সমীক্ষায় দেখা গিয়েছে, যাঁদের রক্তে স্বাভাবিকের চেয়ে বেশি মাত্রার সুগার দেখা গিয়েছে, তাঁদের মধ্যে ৮০% মানুষই অনিয়ন্ত্রিত ডায়াবিটিসের শিকার। আক্রান্তদের মধ্যে যে ৫৪% মানুষ জানেন যে তাঁদের ডায়াবিটিস আছে, এঁদের মধ্যেও মাত্র ৩০% মানুষ ডায়াবিটিসের চিকিৎসা করান নিয়মিত। ফলে বেশির ভাগেরই নিয়ন্ত্রণে নেইযার জেরে ডায়াবিটিকদের মধ্যে প্রায় ৪০% রোগী ছোট-বড় নানা শারীরিক জটিলতায় ভুগতে শুরু করেছেন ইতিমধ্যেই। এর মধ্যে রয়েছে হার্ট, নার্ভ, কিডনি ও চোখের সমস্যা, এমনকী ব্রেন স্ট্রোকও। ডে-র সম্পাদক ইন্দ্রজিৎ মজুমদার বলেন, ‘আমাদের সমাজে ডায়াবিটিস সম্পর্কে উদাসীনতার লক্ষণ প্রকাশ পেয়েছে এই সমীক্ষার অন্তবর্তী রিপোর্টে। সচেতন হতে না-পারলে এক ভয়ঙ্কর ভবিষ্যৎ অপেক্ষা করছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *