Malda News : সোনার দুল ছিনতাইয়ে বাঁধা পেয়ে কানই কেটে নিল দুষ্কৃতীরা, ভয়ঙ্কর কাণ্ড মালদায় – unexpected indent took place in gopalpur area of ​​manikchak police station of malda district


West Bengal News মর্মান্তিক৷ কানই কেটে নিল দুষ্কৃতীরা! মা ও মেয়ের কান থেকে সোনার দুল ছিনতাই করতে গিয়ে একজনের ডান কানটাই কেটে নেওয়া হয় বলে অভিযোগ৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রবিবার রাতে মালদা (Malda) জেলার মানিকচক থানার (Manikchak Police Station) গোপালপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতরা হলেন মা নূরেসা বেওয়া, বয়স ৬২ বছর এবং মেয়ে রুলেখা বিবি, বয়স ৪৫ বছর। আশঙ্কাজনক অবস্থায় মা ও মেয়ে চিকিৎসাধীন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে (Malda Medical College Hospital)। বর্তমানে মা ও মেয়ের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।

Malda News : মহকুমা শাসকের গাড়ির ধাক্কায় মৃত্য়ু বাইক আরোহীর, চাঞ্চল্য মালদায়
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো রবিবার রাতে মা ও মেয়ে খাওয়া সেরে একটাই ঘরে ঘুমোচ্ছিলেন। হঠাৎ গভীর রাতে কয়েকজন দুষ্কৃতী তাঁদের ঘরে ঢোকে এবং মা ও মেয়েকে প্রথমে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। অভিযোগ, দু’জনের কান থেকে সোনার অলংকার ছিনিয়ে নেয় দুষ্কৃতী। বাধা দিতে যান মেয়ে রুলেখা বিবি৷ তখনই তাঁর ডান কান দুষ্কৃতীরা পুরোপুরি ধারালো অস্ত্র দিয়ে কেটে নেয়। মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করা হয় বলেও দাবি৷

Asansol News : ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি, ঠেকাতে গিয়ে গুলিবিদ্ধ ছেলে
সেসময় পাশের ঘরে ঘুমোচ্ছিলেন নূরেসা বেওয়ার ছেলে মহম্মদ তাসের উদ্দিন৷ তাঁর ঘরের দরজা বাইরে থেকে দুষ্কৃতীরা আটকে যায় বলে অভিযোগ। ফলে আওয়াজ পাওয়া সত্ত্বেও তিনি বাইরে বেরতে পারেননি বলেই দাবি৷ এরপর মা ও মেয়ের চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। তার আগেই দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। তড়িঘড়ি দু’জনকেই চিকিৎসার জন্য প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে তাঁদের মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে (Malda Medical College Hospital) চিকিৎসাধীন মা ও মেয়ে।

Hooghly News: অচৈতন্য স্ত্রীকে আগুনে পুড়িয়ে খুনের অভিযোগ, বলাগড়ে আটক সিভিক ভলান্টিয়ার স্বামী
মহম্মদ তাসের উদ্দিন বলেন, ‘‘আমি রাতে একটা ঘরে ঘুমোচ্ছিলাম আর আমার মা-দিদি অন্য ঘরে ছিল৷ দুষ্কৃতীরা ঢুকে আমার ঘর বাইরে থেকে বন্ধ করে দিয়েছিল ৷ রাতে দুষ্কৃতীরা এসে ওদের কান ছিঁড়ে সোনার অলংকার নিয়ে গিয়েছে৷ সঙ্গে দিদির কান ধারালো অস্ত্র দিয়ে কেটে নিয়েছে৷’’ তিনি আরও বলেন, ‘‘মাথায়ও আঘাত করেছে৷ তবে টাকাপয়সা আর কিছু নিয়ে গিয়েছে কিনা এখনও জানি না৷ পুলিশকে জানানো পর আধিকারিকরা এসে দেখে গিয়েছেন৷’’ তবে কতজন দুষ্কৃতী ঘরে ঢুকে তা জানেন না বলেই দাবি মহম্মদ তাসের উদ্দিনের৷
কেটে নিল দুষ্কৃতীরা!



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *