Mamata Banerjee Chidfren’s Day অনুষ্ঠানে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে বিরোধীদের উপর তোপ দাগেন। তাঁর অভিযোগ, রাজ্যের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। শিশুদের উদ্দেশ্যে আর কী কী বার্তা দিলেন তিনি?
হাইলাইটস
- শিক্ষক নিয়োগ দুর্নীতির ঘটনায় বিরোধীদের দিকেই অভিযোগের আঙুল তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- মুখ্যমন্ত্রী এদিন বলেন, “হাঁটতে গিয়ে হোঁচট খেলে আমরা থেমে যাই আবার ঠিক হয়ে গিয়ে হাঁটি।”
- মুখ্যমন্ত্রীর বার্তা, “লোভ করো না। লোভের থেকে মনুষ্যত্বের দাম বেশি।”
শিশু দিবসে মুখ্যমন্ত্রীর বার্তা, “লোভ করো না। লোভের থেকে মনুষ্যত্বের দাম বেশি। তাই আমরা ভালো ভাবব, ভালো মনে থাকব, খোলামেলা মনে থাকব। সকালে ঘুম থেকে উঠে বলুন যতই বিপদ আসুক না কেন, আমি ভালো থাকব। কোনও সংকটে ভয় পাবেন না। সাহসীভাবে লড়াই করারই আমার কাজ। বাংলার ছাত্ররা সারা বিশ্বকে দেখাবে আমরাই করি, আমরাই লড়ি। বাংলা বিরোধী কাজ নয়, বাংলার উন্নয়ন নিয়ে দিল্লিতে কুটকাচালি করা নয়।”
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ