Mamata Banerjee : লোভ করো না, লোভের থেকে মনুষ্যত্বের দাম বেশি: মমতা – mamata banerjee west bengal chief minister claims opposition is spreading rumours against state


Produced by Rupsa Ghosal | EiSamay.Com | Updated: 14 Nov 2022, 12:38 pm

Mamata Banerjee Chidfren’s Day অনুষ্ঠানে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে বিরোধীদের উপর তোপ দাগেন। তাঁর অভিযোগ, রাজ্যের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। শিশুদের উদ্দেশ্যে আর কী কী বার্তা দিলেন তিনি?

 

হাইলাইটস

  • শিক্ষক নিয়োগ দুর্নীতির ঘটনায় বিরোধীদের দিকেই অভিযোগের আঙুল তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • মুখ্যমন্ত্রী এদিন বলেন, “হাঁটতে গিয়ে হোঁচট খেলে আমরা থেমে যাই আবার ঠিক হয়ে গিয়ে হাঁটি।”
  • মুখ্যমন্ত্রীর বার্তা, “লোভ করো না। লোভের থেকে মনুষ্যত্বের দাম বেশি।”
ফের একবার শিক্ষক নিয়োগ দুর্নীতির ঘটনায় বিরোধীদের দিকেই অভিযোগের আঙুল তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের আওতায় ছাত্র ছাত্রীদের হাতে স্মার্টফোন বিতরণ অনুষ্ঠানে অংশ নেন। সেখানেই মুখ্যমন্ত্রী এদিন বলেন, “হাঁটতে গিয়ে হোঁচট খেলে আমরা থেমে যাই আবার ঠিক হয়ে গিয়ে হাঁটি। যারা শিক্ষা নিয়ে একটা ইস্যুকে কেন্দ্র করে বলে চলেছে। যদি কোনও ভুল ভ্রান্তি কেউ করে তা শুধরে নেওয়া হবে। আইন আইনের পথে চলবে। কিন্তু, কিছু লোক বাংলাকে ভালোবাসে না তাই কুৎসা অপপ্রচার করে চলেছে। সব তথ্য সত্য নয়। তথ্য ভালো করে যাচাই করে নেবেন। কিছু মানুষ বাংলাকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। রাজ্যের বিরুদ্ধে কুৎসা করা হচ্ছে।”

Mamata Banerjee : ‘…পাঁচটা ছেলেই কি সমান?’ জনসভায় পার্থর প্রসঙ্গ টেনে প্রশ্ন মমতার
শিশু দিবসে মুখ্যমন্ত্রীর বার্তা, “লোভ করো না। লোভের থেকে মনুষ্যত্বের দাম বেশি। তাই আমরা ভালো ভাবব, ভালো মনে থাকব, খোলামেলা মনে থাকব। সকালে ঘুম থেকে উঠে বলুন যতই বিপদ আসুক না কেন, আমি ভালো থাকব। কোনও সংকটে ভয় পাবেন না। সাহসীভাবে লড়াই করারই আমার কাজ। বাংলার ছাত্ররা সারা বিশ্বকে দেখাবে আমরাই করি, আমরাই লড়ি। বাংলা বিরোধী কাজ নয়, বাংলার উন্নয়ন নিয়ে দিল্লিতে কুটকাচালি করা নয়।”

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *