Mamata Banerjee: ‘শাক-সবজির গাড়িতে কেউ যেন অন্য কিছু ভরে না দেয়’, সতর্কবাণী মমতার – mamata banerjee give instruction to increase patrolling and checking in vegetable carrier which are entering from other state


নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিতে লাগাম টানতে নবান্নের বৈঠকে বিশেষ নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (West Bengal Mamata Banerjee)। সেই বৈঠকেও রাজ্যে অশান্তির আশঙ্কা আবার শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। বাইরে থেকে বেআইনি অস্ত্র নিয়ে এসে রাজ্যে অশান্তি বাঁধানো হতে পারে বলে এর আগেও সাবধান করেছিলেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি কলকাতা ও রাজ্যে ঢোকার পথে শাক-সবজি, মাছ-মাংসের গাড়ি ভালো করে পরীক্ষা করার কথা বলেন।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পুলিশ প্রশাসনের দায়িত্বে থাকা আধিকারিকদের বলেন, ”রাজ্যে শাক-সবজির গাড়ি ঢোকার সময় যেন কোনও অসুবিধে না হয় সে বিষয়ে খেয়াল রাখুন এবং নাকা চেকিং বাড়ান। শাক-সবজির গাড়িতে কেউ যেন অন্য কিছু ভরে না দেয়। বাজারগুলোতে সিসিটিভি বসান। নজরদারি চালান।”

Mamata Banerjee : ‘সতর্ক করা হয়েছে’, রাষ্ট্রপতিকে কুরুচিকর মন্তব্য প্রসঙ্গে অখিলের হয়ে ক্ষমা মুখ্যমন্ত্রীর

এর আগে কৃষ্ণনগরের প্রশাসনিক সভা থেকেও রাজ্য পুলিশের ডিজিকে সতর্ক। তিনি বলেন, ”কেউ কেউ পরিকল্পনা করছে ডিসেম্বর থেকে রাজ্যে অশান্তি লাগাবে।” উল্লেখ্য, কখনও বিরোধী নেতা শুভেন্দু অধিকারী কখনও রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) মুখে শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মেয়াদ ডিসেম্বর পর্যন্ত। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কা বিরোধীরা ষড়যন্ত্র করে রাজ্যে অশান্তি পাকিয়ে পরিস্থিতি অশান্ত করে তুলবে। এই আশঙ্কা থেকেই সীমান্ত এলাকায় বিশেষ নজর দেওয়ার কথাও বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Akhil Giri: ‘আপনি আঘাত পেয়ে থাকলে আমি ক্ষমাপ্রার্থী…’, রাষ্ট্রপতিকে চিঠি অখিল গিরির

অন্যদিকে, দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (Droupadi Murmu) উদ্দেশ্য করে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা অখিল গিরির (Akhil Giri) মন্তব্যের জেরে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিল গিরির মন্তব্য প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “রাষ্ট্রপতিকে অবমাননাকর মন্তব্য, অখিলের এই মন্তব্য করা ঠিক হয়নি। দল থেকে সতর্ক করা হয়েছে অখিল গিরিকে। রাষ্ট্রপতিকে আমরা সম্মান করি, অন্যায় করেছে অখিল গিরি। আমার বিধায়কের তরফে আমি ক্ষমা চেয়ে নিচ্ছে। ভবিষ্যতে এই ধরনের মন্তব্য যেন না করা হয়। ভবিষ্যতে এই ধরণের মন্তব্য করলে দল ব্যবস্থা নেবে।”

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *