Paschim Medinipur News : বচসার মধ্যে পানের দোকানির পেটে কাঁচি ঢোকালেন সেলুন মালিক! খড়গপুরে চাঞ্চল্য – clash between two vendors at kharagpur


Produced by Suman Majhi | Lipi | Updated: 14 Nov 2022, 5:12 pm

Kharagpur News প্রথমে কথা কাটাকাটি, তারপর হাতাহাতি। এরপর দোকানের কাঁচি নিয়ে প্রতিবেশী পান দোকানের মালিককে হামলা চালাল সেলুন দোকানের মালিক। ঘটনাস্থলে খড়গপুর টাউন থানার (Kharagpur Town Police Station) পৌঁছয়।

 

kharagpur hospital
নিজস্ব ছবি

হাইলাইটস

  • দুই দোকানির মধ্যে বচসা।
  • রাগের বশে এক দোকানির পেটে কাঁচি ঢুকিয়ে দিল আরেক দোকানি।
  • চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে খড়গপুরে।
West Bengal News দুই দোকানির মধ্যে বচসা। রাগের বশে এক দোকানির পেটে কাঁচি ঢুকিয়ে দিল পেশায় নাপিত আরেক দোকানি। চাঞ্চল্যকর ঘটনা খড়গপুরে (Kharagpur)। আহত দোকানির নাম বিজয় কুমার শংকর। আক্রমণকারী সেলুন দোকানের মালিককে ধরে চলল গণপিটুনি। পরে অভিযুক্তকে আটক করে পুলিশ।

Raghunathpur News : ফুটবল খেলা নিয়ে তুমুল বিবাদ! রঘুনাথপুরে হাতাহাতিতে প্রাণ গেল এক ব্যক্তির
প্রথমে কথা কাটাকাটি, তারপর হাতাহাতি। এরপর দোকানের কাঁচি নিয়ে প্রতিবেশী পান দোকানের মালিককে হামলা চালাল সেলুন দোকানের মালিক। ধারালো কাঁচি পেটে চালানোয় গুরুতর আহত হন পান দোকানের মালিক বিজয় কুমার শংকর। রক্তাক্ত অবস্থায় তাঁকে তুলে আনা হয়ে খড়গপুর মহকুমা হাসপাতালে (Kharagpur Sub Divisional Hospital)। খবর পেয়ে খড়গপুর টাউন থানা (Kharagpur Town Police Station) পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে।

Digha Beach : দিঘায় বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে খুন হয়েছিলেন যুবক! গ্রেফতার অভিযুক্ত
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খড়গপুর আইআইটির (Kharagpur IIT) কাছে পুরি গেটে বান্টি কুমার ঠাকুরের সেলুনের দোকান রয়েছে। তার পাশেই রয়েছে বিজয় কুমার শংকর (বল্লার) পান দোকান। কোনও কারণে বিজয় কুমারের সঙ্গে কথা কাটিকাটিতে জড়িয়ে পড়ে সেলুন দোকানের মালিক বান্টি কুমার ঠাকুর। কিছুক্ষণের মধ্যেই নিজেদের মধ্যে বচসা চরম আকার ধারণ করে। দুজনেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এরপর বান্টি কুমার ঠাকুর দোকানেরই ধারালো কাঁচি বিজয়ের পেটে ঢুকিয়ে দেয়। ঘটনাস্থলেই পেটে হাত দিয়ে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন বিজয়। ঘটনা দেখে ছুটে আসেন স্থানীয়রা। সেলুন দোকানের মালিকে বান্টিকে আটক করে চলে গণপিটুনি। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, এর আগেও একাধিকবার এই দুই দোকানির মধ্যে বচসা হয়। স্থানীয় ব্যবসায়ী সঞ্জয় সাউ বলেন, “আমরা ওঁর দোকানের কাছেই বসেছিলাম। নিজেদের মধ্যে ওঁরা ঝগড়া করছিল। এর কিছুক্ষণ পরেই বিজয় আমাদের ডাকে। গিয়ে দেখি ওঁর পেট থেকে গলগল করে রক্ত বের হচ্ছে। এর পরেই বান্টিকে ধরে গণপ্রহার চলে। তারপর দু’জনকেই নিয়ে এসে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশকে খবর দেওয়া হয়েছে।” ঘটনাটিকে ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Purulia Robbery : প্রণাম করে একের পর এক চুমু! টাকার বান্ডিল হাতে চোরের কাণ্ডকারখানায় অবাক পুরুলিয়াবাসী
পরে দু’জনকে তুলে নিয়ে আসা হয় খড়গপুর মহকুমা হাসপাতালে সেখান থেকে গুরুতর আহত বিজয় কুমারকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে পাঠায় পুলিশ। আটক করা হয়েছে বান্টি কুমার ঠাকুরকে। কী কারণে সে কাঁচি চালালো তা নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে খড়গপুর টাউন থানার পুলিশ। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে খড়গপুর আইআইটি লাগুয়া পুরি গেটের কাছে।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *