Supriya Dutta Murder : তিনদিন পার হয়ে গেলেও এখনও অধরা সুপ্রিয়া হত্যাকাণ্ডের মূল অপরাধী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থানার (Raiganj Police Station) পুলিশের পাশাপাশি এই ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ জেলা পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এস ও জি) ও গোয়েন্দা বিভাগ।

হাইলাইটস
- 3 দিন পার হয়ে গেলেও এখনও অধরা সুপ্রিয়া হত্যাকাণ্ডের মূল অপরাধী
- আতঙ্ক গ্রাস করেছে স্থানীয় বাসিন্দাদের
- অপরাধী গ্রেফতার না হওয়া পর্যন্ত চিন্তায় রয়েছেন স্থানীয়রা
প্রসঙ্গত এই ঘটনায় গত শুক্রবার থেকে উঠে এসেছে বিভিন্ন তথ্য। যা বর্তমানে রায়গঞ্জবাসীর কাছে মূল চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই ঘটনার সঙ্গে কোচবিহার জেলার চ্যাঙড়াবান্ধার এক বাসিন্দার নাম জড়িয়েছে। যদিও এখনও তা সন্দেহের তালিকায়। এবং এখনই তা স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও ওই ব্যক্তি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকেন তাহলে তাঁর উদ্দেশ্য কি ছিল? এবং কেন এই নৃশংস খুন? এই ধরনের একাধিক প্রশ্ন উঠে আসছে। পাশাপাশি,এই ঘটনার পর থেকেই থমথমে রয়েছে গোটা এলাকা। নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকার মানুষ। প্রয়োজন ছাড়া খুব একটা বাইরে কেউ বেরোচ্ছেন না। রায়গঞ্জ শহরের বাসিন্দা পেশায় শিক্ষক, তপন বসাক বলেন, “এই রকম ঘটনায় আতঙ্কে থাকাটা স্বাভাবিক। বিশেষ করে বাড়ির মহিলারা আতঙ্কে রয়েছে। বাড়ি ফেরার জন্য বার বার ফোন করছে।” পুলিশের কাছে অপরাধীকে শনাক্ত করে দ্রুত গ্রেফতারের আবেদন জানান তিনি।
যদিও অপরাধী শীঘ্রই ধরা পরবে বলে আশাবাদী জেলা পুলিশ। জেলা পুলিশ সুপার মহম্মদ সানা আখতার জানিয়েছেন, গোটা ঘটনার তদন্ত চলছে। তদন্তের স্বার্থে এখনই কিছু বলা সম্ভব নয়। তবে দ্রুত অপরাধী ধরা পরবে বলে জানান তিনি। রায়গঞ্জ শহরের একটি বেসরকারি সংস্থায় কর্মরত অপর এক বাসিন্দা পাপিয়া ভৌমিক বলেন, “ঘটনার পর থেকে আতঙ্কে এই আছি। বাড়িতে মেয়ে একা থাকে, কাজে এসেও চিন্তায় থাকি। যেখানেই যাচ্ছি একই আলোচনা চলছে। পুলিশ যত দ্রুত সম্ভব অপরাধীকে গ্রেফতার করুক।” তবে তিনদিন পেরিয়ে গেলেও এখনও অপরাধী ধরা না পড়ায় স্থানীয় বাসিন্দারা। কবে অপরাধী ধরা পড়বে সেই দিকেই তাকিয়ে রায়গঞ্জবাসী।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ
